E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাংগায় মিথ্যা হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন

২০২৩ মার্চ ৩০ ১৯:৩৪:০১
ভাংগায় মিথ্যা হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাংগা উপজেলায় বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় ষড়যন্ত্র ও মিথ্যা হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভাংগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান বলেন, দীর্ঘ ২৩ বছর যাবৎ ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। দলের সকল সংকটময় মুহুর্ত থেকে শুরু করে আজ অবধি দলের স্বার্থে কাজ করে চলেছি। আমি ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

আপনাদের আরও অবহিত করছি আমি একজন দায়িত্বশীল শ্রমিক নেতা হিসেবে ফরিদপুর মটর ওয়াকার্স ইউনিয়ন (রেজিঃ ১০৫৫ ) এর ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছি। আমার দীর্ঘ রাজনৈতিক সকল কার্যক্রমে ভাঙ্গার একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে ও গোপনে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনৈতিক স্বার্থে দীর্ঘদিন যাবৎ আমার নিরলস শ্রম ও মেধা এবং কষ্টার্জিত অর্থ ব্যয় করে দলের আদর্শ বাস্তবায়নের স্বার্থে কাজ করে আসছি। আমার এই ত্যাগে রাজনৈতিক সাফল্যে ভীতু হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র পথ বেছে নিয়েছে।

আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের একটি নতুন কৌশল আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। বামনকান্দা গ্রামের বাসিন্দা লুৎফর মুন্সী পুত্র
সালমান মুন্সী ওরফে তুহিন ।নুরুল হক মুন্সী পুত্র কিবরিয়া মুন্সী এবং মিজানুর রহমান পিতা-অজ্ঞাত ২৫০ বেড হাসপাতাল এলাকার, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এরা পরষ্পর যোগসাজসে গত ১৮ই মার্চ ২০২৩ তার নিজ বাড়ী থেকে আনুমানিক বিকাল ৪.০০ ঘটিকা রওনা হয় এবং আনুমানিক বিকাল ৫.০০ টায় ফরিদপুরে পৌঁছায় এবং কিবরিয়া মুন্সীর হেফাজতে থেকে ঐ দিন আনুমানিক ৭.৩০ ঘটিকায় গোল্ডেন লাইন পরিবহনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটে মূলত স্বেচ্ছায় আত্মগোপন করার উদ্দেশ্যে। যাহা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ গোল্ডেন লাইন এর টিকিট কাউন্টারের ভিডিও ফুটেজ সংগ্রহ করে জানতে পারে। তার এই ভয়ংকর ষড়যন্ত্রের সাথে যুক্ত কিবরিয়া মুন্সী।

সালমান মুন্সীর পিতা- লুৎফর মুন্সী এবং কিবরিয়া মুন্সী গং দের কে পুলিশ এবং ডিবি প্রশাসন চাপ দিলে ১৯ মার্চ দিবাগত রাত্রি ১.৩০ ঘটিকায় সালমান মুন্সী ওরফে তুহিন কে ফরিদপুর কোতয়ালী থানায় হাজির করে। সালমান মুন্সী তুহিন স্বীকার করে যে, সে নিজ ইচ্ছায় আত্মগোপন করেছে বা নিজ ইচ্ছায় গুম হয়েছে। উক্ত ঘটনার আগে অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট ডিবি পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় তারা ব্যাপক তদন্ত শুরু করে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করে।

উক্ত ঘটনার মাধ্যমে আমি অনুভব করছি একটি অশুভ চক্র ভয়ংকরভাবে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আমি আপনাদের কাছে উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে পুলিশ প্রশাসন ও ডিবি প্রশাসনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কারন তারা সত্য উদ্ঘাটন করে আমাকে নির্দোষ প্রমাণিত করেছে।

উক্ত সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সাকলায়েন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ভাংগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/মার্চ ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test