E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় টিসিবির ডিলারদের বিরুদ্ধে অভিযোগ

২০২৩ মার্চ ৩০ ১৯:৩৭:৪৮
নগরকান্দায় টিসিবির ডিলারদের বিরুদ্ধে অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : নগরকান্দা উপজেলায় টিসিবির পন্য তেল, চিনি, ছোলা, ডাল ওজনে কম দেওয়া ও প্যাকেজ প্রতি বাড়তি টাকা নেওয়ার অভিযোগ করেন কার্ডধারী সুবিধা ভোগীরা।

৩০ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়ন, ডাঙ্গী ইউনিয়ন, লস্করদিয়া ইউনিয়ন টিসিবির পন্য সুবিধা ভোগীদের ওজনে কম দেওয়া অভিযোগ পেয়ে বিতরণ স্থানে গিয়ে সুবিধা ভোগীদের ক্রয়কৃত মালামাল ওজন করে দেখা যায় প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ গ্রাম করে ডিলার ওজনে কম দিচ্ছে। ১ কেজি চিনি, ১ কেজি ছোলা,২ কেজি ডাল ১ ২কেজি তেল এক প্যাকেজ দাম নিচ্ছে ৪৭০ টাকা।

ফুলসুতি টিসিবির ডিলার কায়কোবাদ চৌধুরী ও জাকির কেজিতে ৫০ গ্রাম করে ওজনে কম দেওয়ার কথা স্বীকার করেন।ফুলসুতি ইউনিয়নে ৪৬২ পরিবার টিসিবির পন্য পাবে।ওজনে কম দেওয়ার বিষয়ে নগরকান্দা সমবায় অফিসের কর্মকর্তা আবুল হোসেন ইউনিয়ন ( ট্যাগ) অফিসার এর সামনেই ওজন কম দিয়ে টিসিবির পন্য বিতরণে করছেন।

টিসিবির পন্য (মালামাল) ওজনে কম দেওয়ার বিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক কে অবগত করলে তিনি সাথে সাথে দায়িত্বে থাকা ট্যাগ অফিসারকে ফোন দিয়ে বিতরণ বন্ধ করে দিতে বলেন। বিতরণ কালে অনেক স্থানে ট্যাগ অফিসারদের দেখা যায়নি।

দূর দূরান্ত থেকে আসা কার্ডধারী সুবিধা ভোগীরা টাকা দিয়ে ওজনে কম মালামাল নিবেনা তারা ওজন ঠিক করে ডিলারের কাছ থেকে পন্য নিবে বলে ডিলারকে বলেন, এছাড়া সুবিধা ভোগীরা জানান ডিলার মাল ওজনে কম দেওয়ায় ইউএনও মাল দিতে বন্ধ করে দেয়।

এছাড়া ডাঙ্গী ইউনিয়ন পরিষদ,শংকরপাশা টিসিবির মালে কেজিতে ৫০ গ্রাম করে ওজনে কম দেয়।লস্কারদিয়া ইউনিয়নে দেখা গেছে টিসিবির পন্য বিতরণে চিনি প্রতি কেজিতে ১০০ গ্রাম, ছোলা প্রতি কেজিতে ১০০ গ্রাম,ডাল প্রতি কেজিতে ১০০ গ্রাম করে ২ কেজিতে ২০০ গ্রাম করে ওজনে কম দিতে দেখা যায়। টিসিবির পন্যে ওজনে কম দেওয়ায় ডিলারদের লোকজনের সাথে স্থানীয় সুবিধা ভোগীদের মাঝে চলে হাতাহাতি তুলকালাম কান্ড। ওজনে কম দেওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক জানতে পারে এবং সেখানেও মালামাল বিতরণ স্থগিত করেন।

মালামাল টিসিবির পন্য ওজনে কম দেওয়ার বিষয় ডিলাররা জানান, বস্তা ফুটো, ইঁদুরে খাওয়া, গাড়িতে আনাতে ঘাটতি হয় তাই ওজনে একটু কম দেওয়া হয়েছে।

(পিবি/এএস/মার্চ ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test