E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

দুর্গাপুরে যৌতুক, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা

২০১৪ অক্টোবর ২৩ ২১:৪১:০৩
দুর্গাপুরে যৌতুক, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা
 
 

দুর্গাপুর প্রতিনিধি : উপজেলার পৌরসভাধীন বালিকান্দি গ্রামের আজাহারুল ইসলাম (৩০)কে প্রধান ও অপর দুই জনকে বিবাদী করে মেলাডহর গ্রামের মৃত বাবুল সরকার এর কন্যা মোছাঃ পান্না বেগম বাদী হয়ে গত ২০/১০/১৪ইং তারিখ দুর্গাপুর থানায় যৌতুক নারী ও শিশু নির্যাতনসংশোধিত ২০০৩ এর ১১(গ)/৩০ ধারা মোতাবেক মামলা করেছে,যাহার নং -১২।

মামলার বিবরণে জানা যায় আনুমানিক ৮ বছর আগে আজাহারুল ও পান্না বেগম এর সঙ্গে ইসলামিক শরা শরিয়ত মোতাবেক কাবিন রেজিঃ মূলে বিবাহ হয়। তাদের পরাগ (৬)নামের এক পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকে যৌতুক লোভী স্বামী বিভিন্ন দফায় অনুমান ৫ লক্ষ টাকা পান্নার পরিবারের কাছ থেকে আদায় করে নেয় বলে অভিযোগ রয়েছে। কিছুদিন পর আরো ১লক্ষ টাকা আনার জন্য শারিরিক ভাবে নির্যাতন করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। বিগত ১৮/১০/১৪/ ইং পান্না বেগম নিজবাড়ী থেকে দুর্গাপুর শহরে ফুফুর বাসায় আসার পথে খরস সাকিনের মিহির গারোর বাড়ীর উত্তর পাশে চলন্ত বাহনের গতি রোধ করে স্বামী আজাহারুল পান্নার কাছে আরো ১ লক্ষ টাকা যৌতুক আনা হয়েছে কিনা জিজ্ঞাসা করলে এতে পান্না বেগম অপারগতা জানালে তাকে এলোপাথারী ভবে মারপিট করতে থাকলে কোলে থাকা পরাগ ছিটকে পড়লে তাকেও মারপিট করে।পান্নার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত আসামী আজহারুল ও তার মা মমতাজ বেগম ঘটনা স্থল থেকে শটকে পরে । পান্না বেগম স্বামী সহ শ্বাশুড়ী ও মোঃ ইমরুজ (৩৫) কে বিবাদী করে মামলা দায়ের করেছে।

(এনএস/পি/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test