E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ৩৪০ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন শিক্ষা কারিকুলামের প্রশিক্ষণ প্রদান

২০২৩ এপ্রিল ০৪ ১৮:৫৯:২৮
ফরিদপুরে ৩৪০ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন শিক্ষা কারিকুলামের প্রশিক্ষণ প্রদান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ২০২১ শিক্ষা ব্যবস্থার নতুন শিক্ষা কারিকুলামকে বাস্তবসম্মত শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নতুন কারিকুলাম সম্পর্কে অবগতকরণ এবং সঠিকভাবে পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ দেওয়া হয়। 

গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল এবং ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত ফরিদপুর হাই স্কুল ক্যাম্পাসে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত চারদিন করে দুই ভাগে মোট আট দিন এই প্রশিক্ষণ প্রদান করা হয় । ৩৪৭ জন প্রতিষ্ঠান প্রধানদের নামের তালিকা থাকলেও ৭ জন প্রতিষ্ঠান প্রধান বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষা কারিকুলামের শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষ ও যোগ্য ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই আলোকে বর্তমান নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে । এই শিক্ষা ব্যবস্থাকে সফলতার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরাই উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন ঢাকা মাউসি থেকে আগত মোঃ সিদ্দিকুর রহমান, অফিস ইনচার্জ এবং আইন উপদেষ্টা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

প্রথম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করেন, বিষ্ণুপদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার , ফরিদপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফরিদপুর।

প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার হিসাবে প্রশিক্ষণ প্রদান করেছেন ৬ জন। প্রফেসর কৌশিক কুমার দাস, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর। মোঃ নুরুল্লাহ, সহকারি অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর। মুহাম্মদ মাইদুল ইসলাম, সহকারি অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর। মুকুল চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর, ফরিদপুর। প্রহলাদ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভাঙ্গা, ফরিদপুর। নির্মল চন্দ্র মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সদরপুর, ফরিদপুর। প্রশিক্ষণ প্রোগ্রামটি কোঅর্ডিনেট করেন আকলিমা আক্তার আঁখি, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, জেলা শিক্ষা অফিস ফরিদপুর।

(ডিসি/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test