E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'এই সরকার জনগণের সরকার নয়'

২০২৩ এপ্রিল ০৬ ২২:৪১:২৮
'এই সরকার জনগণের সরকার নয়'

রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, 'আজ স্বাধীন বাংলাদেশের মালিক জনগণ নয়, আওয়ামী লীগ নামক একটি শাসকগোষ্ঠীর। তারা অবৈধভাবে একটি সাজানো নির্বাচনের মধ্যদিয়ে রাষ্টীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা রাষ্ট্রযন্ত্রকে দলীয় যন্ত্রে ব্যবহার করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজ এই সরকারের কাছে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে। সরকার এর কোনো ব্যবস্থা নেয় না। কারণ এই সরকার জনগণের সরকার নয়।'

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আবুল কাশেম চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম জাফরুল হাসানসহ শ্রমিকদলের প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সরকারের কাছে আবেদন-নিবেদন করে কোনো লাভ হবেনা। ইতিমধ্যেই সরকার বিষয়টি পরিস্কার করেছে। তাই রমযানের ঈদের পরই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/এপ্রিল ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test