E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৮, আটক ৪

২০২৩ এপ্রিল ০৮ ২০:৪১:২৫
মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৮, আটক ৪

মাদারীপুর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির পক্ষ থেকে শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার কাঁঠালতলা বাজারে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ জন নেতা-কর্মীর আহত হয়েছেন। এছাড়াও চারজনকে পুলিশ আটক করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

আটকরা হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার (৪৫), ডাসার উপজেলা যুবদল নেতা নুরু তালুকদার (৪৩), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫) ও কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক শহিদুল বেপারী (৪০)।

পুলিশ, স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির পক্ষ থেকে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কাঁঠালতলা বাজারে প্রবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

এ সময় ডাসার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টাপাল্টি একটি মিছিল বের করে। এসময় চলে উভয়দলের ¯েøাগান। পরে দুটিপক্ষ মুখোমুখি হলে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী এবং বিএনপির ৪ কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও এই ঘটনায় বিএনপির ৪ জনকে আটক করেছে পুলিশ।

মাদারীপুরের ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথমে বাঁধা দেয়, পরে ঘটনাস্থল থেকে ফিরে আসার চেষ্টা করে। তখন পেছন থেকে বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কুপিয়ে জখম করে। এই ঘটনার বিচার দাবি করছি।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, পূর্বঘোষিত প্রোগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির নেতা-কর্মীদের উপর অতর্তিক হামলা চালায়। এতে দলের বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় কেন্দ্রীয় নেতাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুমতাহিনা মৌরি বলেন, গুরুতর আশিক ও কাজল নামের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহতও হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতা আনিসুর রহমান খোকনসহ ৪ জনকে আটক করা হয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এএসএ/এএস/এপ্রিল ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test