E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগর পৌরসভায় রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

২০২৩ এপ্রিল ১০ ১৬:৩১:০৩
নবীনগর পৌরসভায় রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় (প্রথম শ্রেণি) একটি রাস্তার নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে অতীব নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।  বিষয়টির প্রতিকার চেয়ে স্থানীয় এক ছাত্রলীগ নেতার সচিত্র একটি ফেসবুক পোস্ট নিয়ে এখন এলাকায় নানা ধরণের আলোচনা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউজিআইআইটি-৩ প্রকল্পের আওতায় সম্প্রতি নবীনগর পৌরসভায় প্রায় সাড়ে ১২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। ওই প্রকল্পের আওতাধীন নবীনগর পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত জমিদার বাড়ি সড়কে নির্মাণাধীন একটি রাস্তার নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে ওই সড়কে চলাচলরত ভুক্তভোগীরা অভিযোগ করেন।

আজ সোমবার সকালে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে সড়কটির নির্মাণ কাজ বন্ধ থাকতে দেখা যায়। এসময় একাধিক পথচারী এ প্রতিবেদকের কাছে নিম্নমানের ইট দিয়ে ওই রাস্তা নির্মাণের সত্যতার কথা তুলে ধরেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ জানান, 'নবীনগর সদর বাজারের একটি গুরুত্বপূর্ণ রাস্তায় এত নিম্নমানের ইট দিয়ে কিভাবে প্রকাশ্যে এমন জঘণ্য কাজ করা হচ্ছে আমরা সেটি ভেবেই পাচ্ছিনা। তাই গতকাল (রবিবার) এই রাস্তার ছবি ও ভিডিও তুলে বিষয়টি নিয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করি। ওই পোস্টে এর প্রতিকার চেয়ে মাননীয় সংসদ সদস্য ও মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছি। এরপরই রাস্তার কাজটি বন্ধ হয়ে যায়।'

ছাত্রলীগের এই নেতা আরও জানান,' অতীব জনগুরুত্বপূর্ণ এই রাস্তায় ইতিমধ্যে ব্যবহার করা নিম্নমানের সব ইট তুলে নেয়া না হলে এবং দরপত্রের সিডিউল মোতাবেক কাজ না হলে, আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে রাস্তার এ কাজটি করতে দেবো না।'

এদিকে ছাত্রলীগ নেতার দেয়া ওই ফেসবুক পোস্টে অর্ধ শতাধিক মন্তব্য প্রদানকারীরা মন্তব্য করেন,'অবিলম্বে নিম্নমানের ইট সরিয়ে ওই জনগুরুত্বপূর্ণ রাস্তায় সিডিউল মোতাবেক যেন কাজ করা হয়, সে বিষয়ে মেয়রের কাছে তারা এর প্রতিকার চান। অন্যথায় এর বিরুদ্ধে জোরালোভাবে প্রতিবাদ করা হবে।'

এ বিষয়ে রাস্তা নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদার মোস্তফা কামালের সঙ্গে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি। তবে এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস সোমবার দুপুরে ঢাকা থেকে মুঠোফোনে বলেন, 'আমি এখন ঢাকায় আছি। তবে অভিযোগ শুনার সঙ্গে সঙ্গেই পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়ে এ বিষয়ে তড়িৎ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।'

পরে বিষয়টি নিয়ে নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জিএম আরিফ সারোয়ার বাতেনের সঙ্গে কথা বললে, তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'ফেসবুকে জমিদার বাড়ি সড়কে নির্মাণাধীন রাস্তায় নিস্নমানের ইট ব্যবহারের সচিত্র ভিডিও দেখার পর মেয়র মহোদয় বিষয়টি দ্রুত দেখার জন্য আমাকে নির্দেশ দেন। এরপরই আমি অভিযোগের সত্যতা পেয়ে, সঙ্গে সঙ্গে ওই নির্মাণাধীন রাস্তা থেকে নিম্নমানের সব ইট সরিয়ে নেয়ার জন্য ঠিকাদার মোস্তফা কামালকে কঠোর নির্দেশ দেই।"

তিনি আরও বলেন, 'সিডিউল মোতাবেকই রাস্তার এ কাজটি সম্পন্ন হবে। কোন ধরণের নিম্নমানের কাজ করতে দেয়া হবেনা ইনশাল্লাহ।'

(জিডি/এসপি/এপ্রিল ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test