E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বিএনপির শেষ কথা হচ্ছে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে হবে’

২০২৩ এপ্রিল ১০ ১৬:৪৮:০৩
‘বিএনপির শেষ কথা হচ্ছে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে হবে’

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দূর্ণীতি, দলবাজি, ক্ষমতাবাজি এসব নিয়ে বিএনপির কথা বলা সাজে না। বিএনপি অতিতে ক্ষমতায় থাকা অবস্থায় কেমন ব্যবহার করেছে সেটা আমরা সবাই জানি। ইনু বলেন, বিএনপির সব সমালোচনার শেষ কথা হলো নির্বাচন করব না। বিএনপির সব কথার শেষ কথা হচ্ছে শেখ হাসিনার সরকারকে আগে উৎখাত করতে হবে। যারা উৎখাত চাই তারা নির্বাচন বানচাল করতে চাই। যারা উৎখাত চাই তারা পাকিস্থানের বদলি খেলোয়াড়। যারা উৎখাত করতে চাই তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংশ করতে চাই। যারা উৎখাত চাই তারা বাংলাদেশের সংবিধানিক ধারাকে ধ্বংশ করতে চাই। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সাংবিধানিক ধারা রক্ষা করতে হলে নির্বাচনের কোন বিকল্প নাই। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া কোন পথ খোলা নাই দাবী করে জাসদ সভাপতি ইনু আরো বলেন, বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ নাই যথা সময়ে নির্বাচন হবে। 

আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এলজিডির তত্বাবধায়নে ব্রিজ ও সড়ক সংস্কার কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিবাদ করলেই আইসিটি আইনে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রসঙ্গে ইনু বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুলসহ শতাধিক বিএনপি নেতারা প্রতিদিন অকথ্য ভাষায় গালাগালি ও অকথ্য ভাষায় মিথ্যাচার করছে সরকারের বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে আইসিটি বা ডিজিটাল নিরপত্বা আইন প্রয়োগ করা হয়নি। বিএনপির এটা ঢালাও অভিযোগ। ইনু বলেন, যারা চরিত্র হরণ করছে, সাইবার ক্রাইম করছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কিন্তু মামলা হলেই তাকে সাজা দেয়া হচ্ছে না। এটা যাচাই-বাচাই করা হচ্ছে।

বিএনপির কয়টা নেতাকর্মী আইসিটি মামলায় কারাগারে আছে তার তালিকা চেয়ে হাসানুল হক ইনু আরো বলেন, বিএনপি নির্বাচন বানচালের কথা বলছে, নির্বাচন না করার কথা বলছেন, নির্বাচন কমিশনকে গালাগালি দিচ্ছেন। মাঠের বাইরে থেকে রেফারিকে গালাগালি না করে এবং রেফারির ভুলটুটি না ধরে মাঠে আসেন খেলেন এবং রেফারির ভুল ধরেন এবং প্রতিকার করেন তাতে দেশবাসীর লাভ হবে।

এসময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা কর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(এমজে/এসপি/এপ্রিল ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test