E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ আটক ১

২০২৩ এপ্রিল ১১ ১৮:৪৯:২৪
ফরিদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ আটক ১

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের তারাইল-সদরপুর সড়কের চরদুয়াইড় নামক স্থানে রাস্তার উপর গাছ ফেলে ট্রাক গতিরোধ করে গরু ব্যবসায়ীদের উপর হামলা করে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এই ডাকাতির ঘটনায় জুয়েল তালুকদার নামের এক যুবক কে আটক করেছে পুলিশ। জুয়েল তালুকদার (২৫) ভাঙ্গা থানার দুয়াইর গ্রামের মোশাররফ তালুকদারের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার মো. শাহজাহান জানায়, গত ১০ এপ্রিল ভোর বেলা জেলার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের তারাইল-সদরপুর সড়কের রায়হান ডাক্তার এর বাড়ীর সামনে গাছ ফেলে সড়কে ডাকাতি করে গরু ব্যবসায়ীদের মারপিট করে প্রায় ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এতে ডাকাত দলের হামলায় ৩ গরু ব্যবসায়ী আহত হয় এবং তাদের বহনকারী ট্রাকটি ভাংচুর করা হয়।

এই ঘটনায় পুলিশ জুয়েল তালুকদার নামে এক যুবক কে গ্রেফতার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি চাইনিজ কুড়াল, ছোট-বড় ৪টি রামদা, একটি করে করাত, ডেগার, মুখ ঢেকে রাখা কালো গেঞ্জিসহ ১০ হাজার টাকা উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।

এসময় সংবাদ সম্মেলনে ভাঙ্গা থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।
পরে আসামী জুয়েল তালুকদার কে ভাঙ্গা থানা মামলা নম্বর ১৫, পেনাল কোড ৩৯৫/৩৯৬ ধারায় ফরিদপুর আদালতে পাঠানো হয়।

(ডিসি/এসপি/এপ্রিল ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test