E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজৈরে বাংলা নববর্ষ উদযাপন

২০২৩ এপ্রিল ১৫ ১৬:১৫:০১
রাজৈরে বাংলা নববর্ষ উদযাপন

বিপুল কুমার দাস, রাজৈর : পহেলা বৈশাখ- নতুন বাংলা বর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পহেলা বৈশাখ আমাদের সব সংকীর্ণতা, কূপমণ্ডূকতা পরিহার করে উদারনৈতিক জীবনব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সব ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

গতকাল শুক্রবার মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বছর পবিত্র রমজান উপলক্ষে পান্তা ভাতের ব্যবস্থা না থাকলেও অন্য কোন কমতি ছিলো না আয়োজনে।

শুক্রবার উপজেলা থেকে বর্নিল সাজে নারী পুরুষ ও শিশুদের হাতে কুলা নিয়ে র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার আচমত আলী খান অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে শিল্পকলার শিক্ষার্থীদের অংশগ্রহনে শুরু নাচ, গান, কবিতা আবৃত্তি ও লোক সংগীত পরিবেশনা। সবশেষে আলোচনা সভায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আআনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) খাদিজা, বেগম, কৃষি কর্মকর্তা শ্বাশতি রানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মো মতিয়ার রহমান, সরকারি কেজেএস স্কুলের প্রধান শিক্ষক অলিক কুমার ধর, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মহীন্দ্রনাথ বাড়ৈ, উপজেলা যুবলীগের আহবায়ক রেজওয়ান হক রিজন মিয়া, প্রেসক্লাবের সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ মন্ডলসহ প্রমূখ।

(বিডি/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test