E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভোট হলে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, গুম খুনের বিচার করবে বিএনপি’

২০২৩ এপ্রিল ১৫ ১৮:১০:৪২
‘ভোট হলে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, গুম খুনের বিচার করবে বিএনপি’

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্যাতিত দলীয় নেতা-কর্মীদের মাঝে নববর্ষ ও ঈদের শুভেচ্ছা কার্ড ও আর্থিক অনুদান হস্তান্তর করে দলটির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, বিগত দিনে এই এলাকায় যারা অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে, সে সব পরিবার গুলোর পাশে থাকার উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও নির্যাতিত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হলো। 

'ভোট দিতে পারলে, একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে এইসব গুম ও খুনের বিচার করবে'। আব্দুল খালেক আরও বলেন, 'বিএনপি ক্ষমতায় আসলে, গুম ও খুনের শিকার পরিবার গুলোর সাথে তখন সারা দেশ থাকবে'।

আজ দুপুরে নীলফামারীর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে উত্তরাধিকার ৭১ নিউজের সাথে আলাপকালে আব্দুল খালেক এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির নেতা শুভ চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের নেতা মোর্শেদ আযমসহ টুপামারী ও রামগঞ্জ এলাকার বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

(ওকে/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test