E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জার্মান নাগরিককে লাঞ্ছিত করায় যুবক আটক

২০১৪ অক্টোবর ২৫ ১১:৫৮:০২
জার্মান নাগরিককে লাঞ্ছিত করায় যুবক আটক

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালে এক জার্মান নাগরিককে লাঞ্ছিতের অভিযোগে মেসবাহুল আলম মিশুক (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার এ ঘটনা ঘটে। মিশুক স্থানীয় আলম রেস্ট হাউসের মালিকের ছেলে।

জার্মান নাগরিক মিনার কাইয়ুম অভিযোগ করেন, তিনি গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) নামের একটি বেসরকারি সংস্থায় ডোমার অফিসে কর্মরত। একই প্রতিষ্ঠানের সৈয়দপুর অফিসে আছেন তার বান্ধবি এলিজাবেথ। সকালে এলিজাবেথের সঙ্গে দেখা করার জন্য কাইয়ুম ডোমার থেকে বাসে করে সৈয়দপুর টার্মিনালে আসেন। বাস থেকে নেমে তিনি এলিজাবেথকে সঙ্গে নিয়ে মোবাইলে লোড নেওয়ার জন্য আলম রেস্ট হাউসের পাশের একটি দোকানে যান। এ সময় মিশুক তাদের চা পানের আমন্ত্রণ জানালে তারা রেস্ট হাউসে যান। কৌশলে মিশুক তাদের একটি রুমে বসতে দিয়ে দরজা বন্ধ করে দেন। বাংলাদেশে জঙ্গিদের সহায়তাকারী হিসেবে তাদের মোবাইল ফোন কেড়ে নেন মিশুক। এ সময় কাইয়ুমের সঙ্গে মিশুকের হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর থানার এসআই এরশাদ আলম ঘটনাস্থলে পৌঁছে মিশুককে আটক করে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি ইসমাঈল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না-তা খতিয়ে দেখা হচ্ছে।

(ওএস/এইচআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test