E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেবীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ 

২০২৩ এপ্রিল ১৯ ১৫:৫৩:০৮
দেবীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ 

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্তের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিবুর রহমান জানিয়েছেন।  

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদ্রাসায়। শনিবার (১৫ এপ্রিল) দশম শ্রেণির ভুক্তভোগী দুই ছাত্রী, শিক্ষক ফজলে রাব্বী প্রধানের বিরুদ্ধে লেখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষের নিকট। শিক্ষক ফজলে রাব্বী প্রধান পার্শ্ববর্তী বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া এলাকার আব্দুল লতিফ প্রধানের ছেলে। তিনি ওই মাদ্রাসার বিজ্ঞান বিভাগে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার (১২ এপ্রিল) ফজলে রাব্বী প্রধান তার ছেলের জন্মদিনের দাওয়াতের কথা বলে ওই ছাত্রীদের সাকোয়ায় নিজ বাসায় ডেকে নেন। পরে ওই ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেন ফজলে রাব্বী প্রধান। ভুক্তভোগী ছাত্রীরা তাৎক্ষণিক মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে জানায়। পরদিন বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৭টায় পরিবারের সদস্যরা ওই ছাত্রীদের সাকোয়া থেকে বাসায় ফিরিয়ে আনেন।

ভুক্তভোগী ছাত্রীরা আরো অভিযোগ করেন, 'ইতিপূর্বে শিক্ষক ফজলে রাব্বী প্রধান বিভিন্ন সময় ওই ছাত্রীর শরীরে ও স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন।'

সরেজমিন পরির্দশনকালে ওই মাদ্রাসার অভিভাবক সদস্য মো. রিজভী আলম বলেন, ‘এটা ধর্মীয় প্রতিষ্ঠান, একজন শিক্ষকের বিরুদ্ধে বারবার একই ধরনের অভিযোগ উঠছে, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মূখ খুলছে না।সাংবাদিকরাও আসা-যাওয়ার করছে, সংবাদ তো প্রকাশ হচ্ছে না, ন্যায় বিচার মানুষ পাবে কোথায়?’

এ বিষয়ে ৫০ উর্ধ্ব সিরাজুল ইসলাম বলেন, ‘এই শিক্ষকের কিছুই হবে না, খুঁটির জোর শক্ত।’

মিজানুর রহমান মিজান নামের এক ছাত্র জানায়, ‘গত দু'বছর আগেও রাব্বি স্যার ভাউলাগঞ্জ লুৎফর প্লাজায় প্রাইভেট পড়াতেন, ওই সময় একছাত্রী নিপীড়নের শিকার হয়ে অধ্যক্ষকে বিচার দিয়েছিল। স্যারের কিছুই হয়নি। তবে ওই মেয়েটি বিচার পায়নি বলে লেখাপড়া ছেড়ে দিয়েছে।’

প্রতিষ্ঠানের দশম শ্রেণি'র শিক্ষার্থী আব্দুল্লাহ, মানিক ইসলাম, নুর মোহাম্মদ, আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিব ইসলাম, আনিস এরা সবাই অভিন্ন ভাষায় বলেছে, ‘ঘটনার তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার নিশ্চিত না হলে এই মাদ্রাসায় মেয়েরা আর পড়তে আসবে না, আমরা মাদ্রাসা ত্যাগ করবো।’

এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র আবু রায়হান বলে, ‘ফজলে রাব্বী স্যার প্রাইভেট ক্লাসে মেয়েদের উদ্দেশ্য করে বলতেন, 'আমার কথার বাইরে গেলেই পরীক্ষার হলে কাদতে হবে,পরীক্ষায় পাশ জুটবে না। এই স্যার পরীক্ষায় ফেল করার ভয় দেখিয়ে অনেক শিক্ষার্থীর সর্বনাশ করেছে। ডিসি এসপিরা তদন্ত করুক, সব বের হয়ে আসবে।’

১৮ এপ্রিল সরেজমিনে পরিদর্শনকালে ভাউলাগঞ্জ বাজারে কথা হয়েছে সলেমান নামের মধ্য বয়সী এক ব্যক্তির সাথে, তিনি বলেন, ‘মাস্টার ফজলে রাব্বীন হাত লম্বা। প্রতিষ্ঠানের সভাপতি ইউনিয়ন পর্যায়ের বড় নেতা, এই নেতার জামাই ফজলে রাব্বী, জামাইয়ের সব কাজ হালাল। হবিবর নামক এক ব্যক্তি বলেন, ‘তুমরা তো টাকার তানে আইচ্ছেন,মাস্টারটে যান ঈদ করিবা পাড়িবেন।'

মাদ্রসা অধ্যক্ষ আজিবুর রহমান বলেন, ‘দুই ছাত্রীর অভিযোগ পেয়েছি,অভিযুক্ত শিক্ষক ফজলে রাব্বীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।এবিষয়ে ১ নং চিলাহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট মাদ্রসার গভর্নিং বডির সভাপতি আযম উল করিম মুঠোফোনে বলেন, 'এগুলো ফোনে বলা সম্ভব নয়,তবে বিষয়টি চক্রান্তমূলক।'

এ বিষয় দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সলিম উদ্দিন বলেন, 'ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদ্রাসার একটা ঘটনা শুনেছি, ঘটনাটি ফৌজদারি বিষয়, ভুক্তভোগী মহল আইনগত সহযোগিতা চাইলে থানা পুলিশ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।'

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জামাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, 'এ বিষয়ে কেউ অভিযোগ করেনি,অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।'

অভিযুক্ত ফজলে রাব্বী প্রধান মুঠোফোনে বলেন, 'আমার বিরুদ্ধে এ অভিযোগ ষড়যন্ত্র।ওইদিন আমার বাড়িতে আমার প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী যারা আমার কাছে প্রাইভেট পড়ে তারা সবাই এসেছিল, এর মধ্যে ৩ জন ছাত্রী, ৯ জন ছাত্র। রাত হওয়ায় এরা সবাই আমার বাসায় রাত্রি যাপন করে সকালে চলে যায়। আমার বিরুদ্ধে আদৌ কেউ অভিযোগ করেছে কি না, আমার জানা নাই।'

(আর/এসপি/এপ্রিল ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test