E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন দফায় দফায় সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

২০২৩ এপ্রিল ২২ ২৩:০০:১০
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন দফায় দফায় সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাসজমির দখলকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউপি সদস্য পক্ষের লোকদের দফায় দফা সংঘর্ষে জামাল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাসজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান। ঈদের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে আসায় তারা ওই জমি দখলে নিতে যান। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় টেঁটাবিদ্ধ হয়ে জামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সরকারি খাসজমি দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রব মিয়ার পক্ষের জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।

(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test