E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে কাইতলা যজ্ঞেশ্বর হাইস্কুলের জমকালো শতবর্ষপূর্তি উৎসব 

২০২৩ এপ্রিল ২৭ ১৮:৫৯:৫০
নবীনগরে কাইতলা যজ্ঞেশ্বর হাইস্কুলের জমকালো শতবর্ষপূর্তি উৎসব 

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত শতাব্দী প্রাচীন কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব আজ বৃহস্পতিবার দিনভর নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের প্রাক্তন কয়েক হাজার ছাত্র ছাত্রীর উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় থেকে বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত বর্ষপূর্তির জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আনিসুল হক। বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুল, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী।

এসময় প্রচন্ড গরমের মধ্যেও উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীকে অনুষ্ঠানটি উপভোগ করতে দেখা গেছে। এদিকে বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় নামের শিক্ষা প্রতিষ্ঠানটিকে নতুন রূপে সুসজ্জিত করে সাজানো হয়। তবে সকালে তিন হাজারেরও বেশী প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকাবাসি সকলেরই নজর কাড়তে সক্ষম হয়। আলোচনা শেষে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পীদের সঙ্গীত পরিবেশনা উপস্থিত শিক্ষার্থীরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।

এদিকে অনুষ্ঠান উপলক্ষে করা দৃষ্টিনন্দন পোস্টার ও দর্শনীয় গেইটে স্থানীয় সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের দুইবারের সভাপতি ফয়জুর রহমান বাদলের নাম অন্তর্ভূক্ত থাকলেও, অনুষ্ঠানের আগ মুহুর্তে এসে শতবর্ষপূূতি অনুষ্ঠানের আকর্ষণীয় দাওয়াত কার্ড থেকে তাঁর (বাদল) নামটি বাদ দেওয়ায়, এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। আয়োজকদের আকস্মিক এ মানসিকতা ও কর্মকান্ড নিয়ে গত দু'দিন ধরে ফেসবুকে প্রচুর সমালোচনাও শুরু হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীর সঙ্গে কথা বললে, তিনি এ নিয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।

তবে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের সাথে পরে কথা বলবেন।

(জিডি/এসপি/এপ্রিল ২৭, ২০২৩)

(ওএস/এসপি/এপ্রিল ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test