E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেট্রোল ঢেলে ভাবীকে হত্যা, ৪০ দিনেও গ্রেপ্তার হয়নি ঘাতক দেবর

২০২৩ এপ্রিল ২৯ ১৮:৩০:১০
পেট্রোল ঢেলে ভাবীকে হত্যা, ৪০ দিনেও গ্রেপ্তার হয়নি ঘাতক দেবর

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রকাশ্যে পেট্রোল ঢেলে ভাবীকে হত্যা করার ৪০ দিন পরও ঘাতক দেবরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা মহিলা পরিষদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক দেবরকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামের দুবাই প্রবাসী মো. জাকারিয়ার সঙ্গে একই ইউনিয়নের কালঘড়া গ্রামের লতিফা বেগমের ১৯৯৬ সালে বিয়ে হয়। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। বড় সন্তান মো. ইয়াছিনও (২৩) বর্তমানে দুবাই প্রবাসী। তবে স্বামী জাকারিয়া দুই বছর আগে দাররা গ্রামে ফিরে আসেন।

এলাকার লোকজন জানান, প্রবাসী জাকারিয়ার দ্বিতীয় ভাই মো. জালাল মিয়া (৩৫) এলাকায় একজন মাদকাসক্ত, ভবঘুরে হিসেবে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, একাধিক স্ত্রী থাকার পরও উশৃংল জালাল প্রবাসী বড় ভাই বিদেশে থাকায় প্রায়ই তার ভাবী লতিফাকে নানাভাবে উত্যক্ত ও তুচ্ছ ঘটনায় মারধর করতো।

প্রতিবেশীরা জানান, দেবরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভাবী লতিফা তার স্বামী জাকারিয়া দেশে ফিরলে স্বামীকে দেবরের মারধর ও উত্যক্তের কথা খুলে বললে, মাদকাসক্ত জালাল ভাবীর ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরই জের ধরে গত ১৯ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে ভাবী লতিফা যখন পাশের বাড়িতে পিঠা তৈরী করছিলেন, তখন ঘাতক দেবর জালাল আচমকা পেছন থেকে এসে ভাবী লতিফার গায়ে প্রকাশ্যে পেট্রােল ঢেলে দেয়।

এতে লতিফার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় লতিফাকে উদ্ধার করে দ্রুত ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে লতিফা গত ২২ এপ্রিল মারা যান।

এ ঘটনায় লতিফার বড় ভাই তাকির হোসেন বাদী হয়ে দেবর জালাল মিয়াকে আসামি করে মামলা করে। কিন্তু পুলিশ গত ৪০ দিনেও ঘাতক দেবরকে গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া মহিলা পরিষদের সভাপতি শোভা পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শনিবার দিনভর ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

এ বিষয়ে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাথী চৌধুরী ও সংগঠনের প্যানেল আইনজীবী এডভোকেট নাছির মিয়া বলেন, 'ঘটনার ৪০ দিন পরও ঘাতক দেবর গ্রেপ্তার না হওয়াটা খুবই দু:খজনক। এছাড়া মামলাটি নারী ও শিশু নির্যাতনের ধারায় না হয়ে দন্ডবিধিতে মামলাটি কেন রেকর্ড করা হল, সেটিও বোধগম্য নয়। আমরা এখান থেকে ফিরে গিয়ে বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট উপর মহলে তুলে ধরবো।'

পেট্রোল ঢেলে হত্যা করা ওই গৃহবধূর আপন ফুফাতো ভাই দেশের বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. রতন সিদ্দিকী ও তাঁর স্ত্রী সহযোগী অধ্যাপক, সংস্কৃতিজন ফাহমিদা হক কলিও আজ ঘটনাস্থলে তাঁদের মামার বাড়ি কালঘড়ায় এসেছেন। দেশের এ গুণী দম্পতি এ প্রতিবেদককে বলেন, 'এ ঘটনার পর ঘাতকের গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্র সচিব ও খোদ্ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও অবগত করেছি। কিন্তু আজ ৪০ দিনেও ঘাতক গ্রেপ্তার হলনা। এটি কি মেনে নেয়া যায়?'

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার আজ শনিবার বিকেলে উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম ঘাতক জালালকে গ্রেপ্তারের জন্য মাঠে হন্যে হয়ে কাজ করছে। কিন্তু ঘাতক ছেলেটি ফোন/ডিভাইস ব্যবহার করছেন না বিধায়, তার হদিস খুঁজে পাওয়া যাচ্ছেনা।"

(জিডি/এসপি/এপ্রিল ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test