E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবিতে দুর্গাপুরে সিপিবির জনসভা

২০১৪ অক্টোবর ২৫ ১৬:৪৫:৪৯
বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবিতে দুর্গাপুরে সিপিবির জনসভা

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে আজ এক জনসভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলাকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করে দরিদ্র জনগণের জন্য ভিজিডি, ভিজিএফ কার্ড বিতরণসহ স্থানীয় পাঁচদফা দাবি আদায় ও দুই জোটের বাইরে বাম বিকল্প বলয় গড়ে তোলার লক্ষে স্থানীয় শহীদ সন্তোষ পার্কে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সিপিবি উপজেলা সভাপতি ডা. সোহরাব হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মনিসিংহের একমাত্র পুত্র সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য আয়কর উপদেষ্টা অজয় সাহা, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নলিনী কান্ত সরকার, দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাাদক আলকাছ উদ্দিন মীর, সদস্য রুপক সরকার, কৃষক সমিতির আহ্বায়ক মোর্শেদ আলী, যুব ইউনিয়ন সম্পাদক জুয়েল রানা, ছাত্র ইউনিয়ন সভাপতি অমিত সরকার, মহিলা পরিষদ নেত্রী তাসলিমা বেগম প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

(এনএস/এএস/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test