E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সাধারণ জনগণকে ঔষধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন 

২০২৩ মে ০২ ১৩:১৬:৫৬
ফরিদপুরে সাধারণ জনগণকে ঔষধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুরবাসীর উদ্যোগে সাধারণ জনগণকে ঔষধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কতৃক কথিত অবৈধ সিন্ডিকেট তৈরী করে ঔষধের দাম সর্বোচ্চ মূল্যে বিক্রি করতে বাধ্য করার প্রতিবাদ ও সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনার দাবীতে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুর বাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর এর সভাপতি ইঞ্জিনিয়ার পারভেজ হোসেন এর সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

উক্ত মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মুক্ত সমাজের সমন্বয় মোহাম্মদ রাজিব, তুহিন মোল্লা মোঃ আওয়াল শেখ, মোঃ রঞ্জন শেখ, উই কেয়ার এর সমন্বয়ক সঞ্জয় সাহা, আমরা ক'জন এর সমন্বয়ক আলিম হায়দার তুহিন, ব্লাড লিংক ফরিদপুরের সমন্বয়ক খায়রুল ইসলাম রোমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনামুল হাসান গিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবরার নাদিম ইতু, স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ ফরিদপুর এর সভাপতি তুহীন বিন আলমগীর, জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান বনি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

মানববন্ধনে নেতৃবৃন্দ সিন্ডিকেটের মাধ্যমে সর্বোচ্চ খুচরা মূল্যে ঔষধ বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন আগে একজন গরীব মানুষ ঔষধের গায়ে লিখিত মূল্য থেকে কিছুটা ছাড় পেত যা গরীব খেটে খাওয়া মানুষের চিকিৎসা সেবা পেতে সহায়ক হতো। কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল প্রত্যেক দোকানিকে ঔষধের গায়ে লিখিত মূল্যে ঔষধ বিক্রি করতে বাধ্য করছে, যা সেবা খাতকে কলূষিত করছে। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন কর্মসূচি শেষে তারা ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

(ডিসি/এএস/মে ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test