E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে কুন্ডুবাড়ি মেলার জমি দখলের চেষ্টার অভিযোগ

২০১৪ অক্টোবর ২৫ ১৭:২২:১০
কালকিনিতে কুন্ডুবাড়ি মেলার জমি দখলের চেষ্টার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে প্রায় ২শত বছরের ঐতিহ্যবাহি কুন্ডুবাড়ির মেলার জমি দখল নেয়ার জন্য হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘুদের হুমকী দেয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভূগছেন কুন্ডুবাড়ির লোকজন। শনিবার সকালে কুন্ডুবাড়ির মেলার মন্দির প্রাঙ্গণে কালকিনি উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়েছে।

সংগঠনটির সভাপতি হরিপদ দাস লিখিত অভিযোগে জানান, কালকিনির পূয়ালী মৌজার বিভিন্ন খতিয়ানে সাড়ে ৩ একর সম্পত্তি স্বপন কুন্ডু, বলরাম কুন্ডু ও বুদ্ধদেব কুন্ডুর নামে আরএসএসএ ও বিআরএস রয়েছে এবং তারা সরকারি রাজস্ব প্রদান করছেন।

এখানে প্রায় ২শ’ বছর আগে দ্বীনকুন্ডু ও মহেষকুন্ডু কালি মূর্তি তৈরি করে পূজা শুরু করেন এবং সেই থেকে এই কালীপূজা উপলক্ষে দক্ষিণবঙ্গের মধ্যে বৃহৎ কাঠের আসবাবপত্রের মেলা এখানেই অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ৭/৮ কোটি টাকার আসবাবপত্র বেচাকেনা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কুন্ডুবাড়ির উত্তরাধিকারীদের উচ্ছেদের পায়তারা করছে এলাকার এবিএম এসকেন্দার আলীসহ তিন প্রভাবশালী। তারা ১২টি জাল দলিল দিয়ে ২০০৮ সালে একটি বন্টন মামলা দায়ের করেছে। কুন্ডুবাড়ির লোকজনদের ভারতে পাঠিয়ে দেয়ার হুমকী-ধামকী দিচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে তারা। এ ঘটনায় কন্ডুবাড়িসহ হিন্দু সম্প্রদায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুন্ডুবাড়ির মন্দির কমিটির সভাপতি ভজনকুন্ডু, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোস কুমার বল, হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমীর চন্দ্র, আইনজীবী জগদীস চন্দ্র, এ্যাডভোকেট বিমল চন্দ্র বৈদ্য, এ্যাডভোকেট সেলিম মিয়া, বিমল কুন্ডু, বাসু কন্ডু প্রমুখ।

(এএসএ/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test