E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক পদে দুই শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার 

২০২৩ মে ০৬ ১৯:২৯:১৩
এক পদে দুই শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : মাধ্যমিক বিদ্যালয়ে এক পদে দুই শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলায়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের নাম রফিকুল ইসলাম। উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পান রুস্তম আলী। ২০১৯ সালে তিনি এমপিওভুক্তির জন্য আবেদন করেন। কিন্তু একই বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জালিয়াতি করে একই পদে বিকাশ চন্দ্র নামের একজনকে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্তির আবেদন পাঠান। পরবর্তীতে চাকরি এমপিওভুক্ত না হওয়ায় প্রধান শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে নীলফামারী আদালতে মামলা করেন রুস্তম আলী।

এ মামলার অপর আসামিরা হলেন বিদ্যালয়ের তৎকালীন সভাপতি সায়েদুল ইসলাম ও বিকাশ চন্দ্র।

ভুক্তভোগী শিক্ষক রুস্তম বলেন, ‘সহকারী শিক্ষক হিসেবে সামাজিক বিজ্ঞানের শিক্ষক পদে ওই প্রতিষ্ঠানে ২০১৫ সালে নিয়োগ পাই। প্রধান শিক্ষক জালিয়াতি করে একই পদে দুজন শিক্ষককে নিয়োগ দেখান। বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমার এমপিও এনে দেবেন বলে জানান। কিন্তু আজও আমাকে এমপিওভুক্ত করা হয়নি।’

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক নিয়োগে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

(ওকে/এসপি/মে ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test