E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাবেক এমপি শাহ জিকরুল আহমেদ স্মরণে

নবীনগরে দুইটি স্মরণ সভা ও দোয়া মাহফিল 

২০২৩ মে ০৬ ১৯:৩৯:৫৯
নবীনগরে দুইটি স্মরণ সভা ও দোয়া মাহফিল 

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত মহাজোটের (জাসদ) সাবেক সংসদ সদস্য, একাত্তুরের যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আজ শনিবার নবীনগরে দুটি পৃথক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

দুটি স্মরণ অনুষ্ঠানেই 'প্রধান অতিথি' হিসেবে যোগ দেন সাবেক সাংসদ, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফয়জুর রহমান বাদল।

জানা গেছে, আজ শনিবার সকালে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস, সাবেক ছাত্রনেতা হাজী খাইরুল আমিন। এতে স্বাগত বক্তব্য রাখেন চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন শিপন, সাবেক ভিপি আব্দুর রহমান, মরহুম জিকরুল আহমেদের মেয়ে মাহিন আহমেদ ইশা, ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, প্রভাষক হুমায়ুন কবির, উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সস্পাদক একেএম আসাদুজ্জামান কল্লোল, মো. হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার অগণিত মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম শাহ জিকরুল আহমেদ খোকন চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন।

এদিকে অপর স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় আজ বিকেলে মরহুমের জন্মভূমি পৌর এলাকার আলমনগর গ্রামে।

এতে সভাপতিত্ব করেন আলমনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মমিনুল হক। অনুষ্ঠানে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস, নোয়াফ সভাপতি ও আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম শফিক, মরহুম জিকরুল আহমেদের কন্যা মাহিন আহমেদ ইশাসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী এতে বক্তব্য রাখেন।

দুটি স্মরণ সভাতেই প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল তাঁর বক্তব্যে মরহুম শাহ জিকরুল আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জিকরুল ভাই ছিলেন একজন সত্যিকারের খাঁটি দেশপ্রেমিক ও পরিচ্ছন্ন একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির কথা তিনি মনে প্রাণে ধারণ করতেন এবং জননেত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তাই তাঁর (জিকরুল) রেখে যাওয়া সততা, নৈতিকতা ও অসাম্প্রদায়িক চেতনার আদর্শকে আমাদের বুকে ধারণ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সত্যিকারের স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একদিন না একদিন এদেশে সুপ্রতিষ্ঠিত করতে পারবোই।

দুটি স্মরণ অনুষ্ঠানেই মরহুম শাহ জিকরুল আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

(জিডি/এসপি/মে ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test