E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার ও ছয় শিক্ষককে অব্যাহতি

২০২৩ মে ০৭ ১৯:০১:৪৮
সালথায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার ও ছয় শিক্ষককে অব্যাহতি

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দাখিল পরীক্ষার চতুর্থ দিনে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য দুই পরীক্ষার্থীকে বহিস্কার ও কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে ছয় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রবিবার (৭ মে) সালথা সরকারি কলেজ মাদরাসা কেন্দ্রে পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, ভাবুকদিয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. বেলাল হোসেন, পশ্চিম বিভাগদী দাখিল মাদরাসার শিক্ষক মো. ফিরোজ আলম, সালথা দাখিল মাদরাসার শিক্ষিকা বিলকিস আক্তার, মাঝারদিয়া দাখিল মাদরাসার শিক্ষিকা নাসিমা আক্তার, জগজ দাখিল মাদরাসার শিক্ষক জিহাদুল ইসলাম ও সুলতানিয়া দাখিল মাদরাসার শিক্ষিকা আসমা আক্তার। এরা সবাই সালথা সরকারি কলেজ মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার দায়িত্বে ছিলেন। অপরদিকে বহিস্কারপ্রাপ্ত পরীক্ষার্থীরা ইউসুফদিয়া আলিম মাদরাসার ছাত্রী। তারা একই কেন্দ্রের পরীক্ষার্থী ছিলো।

সালথা উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, দাখিল পরীক্ষার চতুর্থ দিনে গণিত পরীক্ষায় সালথা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় দুই পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরা হয়। একই সাথে দুটি কক্ষে দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বে অবহেলাজনিত বিষয়টি আমাদের নজরে আসে। তারই পরিপ্রেক্ষিতে অসদুপায় অবলম্বনকারী দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট ছয় জন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা চলমান দাখিল পরীক্ষায় আর দায়িত্ব পালন করতে পারবে না। বিষয়টি ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এএন/এসপি/মে ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test