E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাওলানা জহুরুল হক এর জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

২০২৩ মে ১১ ১৭:২৭:৩২
মাওলানা জহুরুল হক এর জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

আবু নাসের হুসাইন, সালথা : চিরবিদায় নিলেন দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম, ফরিদপুর জেলা হেফাজত ইসলাম ও ইসলামী ঐক্যজোটের সাবেক সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল হক (দা:বা:)। 

আজ বৃহস্পতিবার বাদ যোহর ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ আকরাম আলী সাহেব। জানাজা শেষে মাদ্রাসার মসজিদের পাশে মরহুমের লাশ দাফন করা হয়।

মরহুমের জানাজায় ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, আওয়ামী লীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সহ অগণিত আলেম-ওলামা ও হাজার হাজার ধর্মপ্রান মুমিন মুসলমান অংশগ্রহন করেন।

বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মাওলানা জহুরুল হক তার প্রতিষ্ঠিত পুরুরা মাদরাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই আলেম, সামচুল হক ফরিদপুরী (রঃ) এর খলিফা ছিলেন। তিনি ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় ১০ বছর। স্বাধীনতা ঘোষনা হওয়ার পর সালথার ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ওই মাদারাসায় মুহতামিম হিসেবে প্রায় ৭০ বছর দায়িত্ব পালন করেন। তার কাছে পড়াশোনা করে হাজারো ছাত্র আলেম হয়েছেন। যেকারণে তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি আলেম সমাজেও শোকের ছায়া নেমে আসে।

(এএন/এসপি/মে ১১, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test