E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় আওয়ামী লীগের দুই গ্রুপের অন্তঃকোন্দল

২০২৩ মে ১২ ১৫:৩০:৪০
নগরকান্দায় আওয়ামী লীগের দুই গ্রুপের অন্তঃকোন্দল

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন যাবত চলছে অন্তঃকোন্দল। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর আসনটি শুন্য হওয়ায়। উপ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চান সাবেক সংসদ এর কনিষ্ট পুত্র ও রাজনৈনিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু ও উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদাক এ্যাড. জামাল হোসেন মিয়। সেইখান থেকে চলে আওয়ামী লীগের অন্তঃকোন্দল।

উপনির্বাচনে শাহদাব আকবর লাবু দলীয় নমিনেশন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হলেও আওয়ামী লীগের অন্তর কোন্দল থেকেই যায়।

সাবেক উপজেলা সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সরকারী চাকুরীতে যোগদান করার কারণে সম্পাদক এবং সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এ্যাড. জামাল হোসেন মিয়।

গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগের প্যাডে ভারপ্রাপ্ত সম্পাদক বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করার কারণে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ সভার আয়োজন করেন। যেখানে উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীকে উপস্থিত থাকতে বলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

সেই বিবৃতিতে পাল্টা আওয়ামীলীগ প্যাডে ভারপ্রাপ্ত সভাপতি স্বাক্ষরিত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়া আচর বিধি লঙ্গনের পরিপেক্ষিতে একটা চিঠি জেলা কমিটি বরাবর দেন। তার পেক্ষিতে ১১-০৫-২৩ ইং তারিখ সকাল থেকেই সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সমর্থক দলীয় কার্যলয় অবস্থান নিয়ে দখলে রাখেন। ৩ ঘটিকার আগেই নগরকান্দা বাজারে প্রবেশের বেইলি ব্রীজে গাছের ঢাল ফেলে অবরুদ্ধ করে রাখে।

৩ ঘটিকায় জামাল মিয়া সমর্থকেরা ব্রীজের সামনে অবস্থান নিলে জোর সৌরগল দিয়ে ব্রীজে উঠলে সংসদ সদস্যের সমর্থকেরা ছত্রবঙ্গ হয়ে যায়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড জামাল হোসেন মিয়া ও তার সমর্থকেরা দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ফাকা শর্ট গানের গুলি ছোরেন।

বক্তব্যে সাধারণ সম্পাদক সংসদ সদস্যকে হুশিয়ারী দিয়ে বলেন হিংসা প্রতিহিংসার রাজনীতি করলে কোন ছাড় দেওয়া হবে না।

এ বিষয় নগরকান্দা-সালথা সার্কেল আসাদ্জ্জামান শাকিল বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ভারপ্রাপ্ত সম্পাদক দলীয় কার্যালয় অবস্থান নিয়েছে, আমরা দু'পক্ষকে ছত্রবঙ্গ করতে শর্টগানের গুলি ছুরে।

(পিবি/এসপি/মে ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test