E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর জেলা আ. লীগের নবগঠিত কমিটির এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা 

২০২৩ মে ১২ ১৭:২৭:০৩
ফরিদপুর জেলা আ. লীগের নবগঠিত কমিটির এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যেগে দেশব্যাপী বিএনপি -জামাত - জঙ্গি গোষ্টির নৈরাজ্য এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে সংগঠনের  ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির লড়াই সংগ্রামের এক বছর পূর্তি ও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এক আলোচনা সভা আজ শুক্রবার ঐতিহাসিক অম্বিকা ময়দানে বেলা ১১টা ২৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি এম সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল আহাদ সেলিম, হেদায়েত উল্লাহ সাকলাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান, কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক রুকসানা আহমেদ মেহেবী, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব সাহিদ উদ্দিন আহমেদ, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব ও দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।

আলোচনা সভায় বক্তারা জেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে অগণতান্ত্রিক উপায়ে একই দিনে পৌর আওয়ামী লীগের ০৫ টি ওয়ার্ডের সম্মেলন করা এবং নেতৃবৃন্দের নামে কুৎসা রটনার তীব্র নিন্দা জানান। অপরদিকে বিএনপি - জামাত চক্র দেশ বিদেশে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে বক্তারা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে বিজয়ী হতে হলে নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়া ছুড়ি বন্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে এক বছর পূর্তিতে কেক কেটে ও বেলুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

(ডিসি/এসপি/মে ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test