E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপি নির্বাচনোত্তর সহিংসতা

ফরিদপুরের কানাইপুরে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা

২০২৩ মে ১৩ ১৭:৫৮:৫৩
ফরিদপুরের কানাইপুরে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর সদরের কানাইপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে মাদ্রাসা শিক্ষকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তার ডান হাত, কাঁধ ও পিঠ গুরুতর জখম হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা সদরের কানাইপুর বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও অকো-টেক্স গ্রুপের সেবামূলক অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমাজকল্যাণ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের মোঃ শহিদুল্লাহর পুত্র মোঃ ইনামুল হাসান মাসুম। এছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংগঠণ ছায়ানীড়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শিক্ষক ইনামুল হাসান বলেন, দুপুরে অকোটেক্স গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্যারের উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মিটিং হওয়ার কথা ছিলো। মিটিং উপলক্ষে ১১টার দিকে আমি কানাইপুর বাজারে ফল আনতে যাই। এ সময় ফলপট্টির সামনে লিচু কেনার সময় বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক তুষার হোসেনের নেতৃত্বে শহিদ, মুন সহ কয়েকজন লাঠি নিয়ে আমার উপর হামলা চালায়। আমি কিছু বুঝে উঠার আগেই আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আর বলে ওরে পাইছি আজকে, শেষ করে ফেল। এক পর্যায়ে স্থানীয়রা তাদের হাত থেকে আমাকে রক্ষা করে হাসপাতালে নিয়ে আসে।

আহত শিক্ষক আরো বলেন, কিছুদিন আগে কানাইপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আমি সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেনের সেবামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তার সমর্থক হিসেবে গঠন মূলক প্রচার প্রচারণার কাজ করেছি। চেয়ারম্যান নির্বাচনে হেরে যাওয়ায় প্রতিপক্ষরা আমাদের উপর চড়াও হয়ে উঠে। বিভিন্ন সময় চেয়ারম্যানের কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। সেই সুত্র ধরে হয়তো তারা আমাকে একা পেয়ে মারধর করেছে। তাছাড়া তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, ইনামুল হাসান মাসুম একজন ভদ্র প্রকৃতির লোক। সে শিক্ষকতার পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। সে আমার একজন ছোট ভাই এবং সমর্থক হিসেবে প্রায় সময় আমার সাথে থাকতো। তাই বলে তার উপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আমার কর্মী সমর্থকদের উপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটছে। কিছুদিন আগে রণকাইলের মাঝিবাড়িতে হামলা হয়েছে। আজ বহুল বিতর্কিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থক তুষার হোসেনের নেতৃত্বে একজন শিক্ষকের উপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে কানাইপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তুষার হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বক্তব্য নেয়া যায়নি। তবে, ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম.এ জলিল বলেন, আমি ঘটনাটি শুনেছি, শহিদ নামে একটা লোক তাকে মারধর করেছে। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি তখনই সাব ইন্সপেক্টর মাহাবুবকে পাঠিয়েছি। শহিদকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

(পিএস/এসপি/মে ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test