E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মামলার বাদীকে স্বপরিবারে হত্যার হুমকি

২০১৪ অক্টোবর ২৬ ১৬:৩৫:১০
নওগাঁয় মামলার বাদীকে স্বপরিবারে হত্যার হুমকি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগর উপজেলার হরিপুর গ্রামে সংখ্যালঘু গোপাল চন্দ্র প্রামানিকের বাড়িতে পার্শ্ববর্তী আমগ্রামের আব্দুল খালেকের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি হামলা চালিয়ে মারপিট, ভাংচুর, লুটপাট ও ৪ নারীকে টেনে-হেঁচড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করায় চরম বিপাকে পড়েছে সংখ্যালঘু ওই পরিবারটি। রবিবার আসামীরা সংখ্যালঘু ওই পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য তাদের স্বপরিবারে হত্যার হুমকি দিয়েছে। এমন কি তাদের ভিটে-মাটি থেকে উচ্ছেদ করতেও মরিয়া হয়ে উঠেছে। ঘটনায় গ্রামের সংখ্যালঘু পরিবারগুলো চরম আতংকগ্রস্ত হয়ে পড়েছে।

জানা গেছে, গ্রামের ৮৩ শতক একটি পুকুরসহ বাড়ি ভিটে পৈত্রিক সূত্রে ও রেকর্ডমূলে প্রাপ্ত হয়ে গ্রামের গোপাল চন্দ্র প্রাং দীর্ঘ ৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি খালেক গং জমিটি জবরদখলের হুমকি দিলে গত ২৯ সেপ্টেম্বর সংখ্যালঘু পরিবারের পক্ষে আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করে। মামলাটি চলমান রয়েছে। মামলায় ক্ষিপ্ত হয়ে সোমবার ২০ অক্টোবর সকাল ১০টার দিকে খালেকের নেতৃত্বে ওই বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা গৃহকর্তা গোপাল চন্দ্র, গোপীনাথ চন্দ্র (৪২) ও রথীন চন্দ্র (১৯) কে বেদম মারপিট করে গুরুতর জখম করে। এতেও তারা ক্ষান্ত হয়নি। পরিবারের নারী সদস্য পলি রানী, পূর্ণিমা রানী, জলি রানী ও হরিদাসী রানীকে মারপিট করে টেনে-হেঁচড়ে প্রায় বিবস্ত্র করে তাদের শ্লীলতাহানী ঘটায়।

গ্রামবাসী তাদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় গোপাল চন্দ্রের পুত্র রুপচাঁদ প্রামানিক বাদী হয়ে আব্দুল খালেককে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখসহ অঞ্জাতনামা আরো ৩০/৩৫ জনের বিরুদ্ধে রানীনগর থানায় একটি মামলা দায়ের করে। এদিকে সন্ত্রাসী হামলা চালানোর পর হামলাকারীরা মামলা থেকে নিজেদের রক্ষা করতে নিজেদের জখমী সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়। পুলিশ আব্দুল খালেক ও জামাল নামে ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করে। তারা জামিনে বেরিয়েই বাদীর পরিবারের ওপর হুমকি-ধামকি শুরু করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রানীনগর থানার এসআই সুমন কুমার জানান, হামলাকারীরা অমানবিক কর্মকাণ্ড চালিয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

(বিএম/এএস/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test