E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ

নবীনগরে দুই চেয়ারম্যানের আত্মীয়ের ড্রেজার ও ভেকু জব্দ, চারজনের জেল

২০২৩ মে ১৭ ১৮:০০:৪১
নবীনগরে দুই চেয়ারম্যানের আত্মীয়ের ড্রেজার ও ভেকু জব্দ, চারজনের জেল

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যানের চাচাতো ভাই ও একজন ইউপি চেয়ারম্যানের ভাগ্নের বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে বিভিন্ন ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে চারজনকে জেল দেয়াসহ চারটি ড্রেজার ও দুটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক ড্রেজার ও ভেকু জব্দসহ ওই চারজনকে জেল দেন।

ইউএনও একরামুল ছিদ্দিক সাংবাদিকদের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকার ফসলি জমি ও সরকারি খাল থেকে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে গত কয়েকদিন ধরে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের চাচাতো ভাই আবদুর রহমান ও স্থানীয় লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ভাগ্নে আবদুল মোমেন লাখ লাখ টাকার মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রী করে আসছিলেন।

এ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসি প্রতিবাদ করতে গেলে, দুই গ্রুপে উত্তেজনা ও সংঘর্ষের উপক্রম হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসি এর প্রতিকার চেয়ে ইউএনও'র কাছে গতকাল মঙ্গলবার লিখিতভাবে আবেদন জানান।

সূত্র জানায়, আবেদন পাওয়ার পর মঙ্গলবার রাতেই ইউএনও একরামুল ছিদ্দিক তাঁর সাথে ওসি সাইফুদ্দিন আনোয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত আবদুর রহমানের চারটি ড্রেজার, বিপুল সংখ্যক পাইপ ও সরঞ্জামাদি এবং আবদুল মোমেনের দুটি ভেকু মেশিন জব্দ করা হয়। তবে অভিযুক্ত দুজনকে পাওয়া যায়নি। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন, 'অভিযুক্ত আবদুর রহমান আমার ভাই নয়। গ্রামের অধিবাসী হিসেবে চাচাতো ভাই। তবে এদের দ্বারা গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে লাখ লাখ টাকার মাটি কাটা ও বিক্রীর বিষয়ে আমি কিছুই জানিনা। যারা এর সঙ্গে আমাকে জড়িয়ে আমার ইমেজ ক্ষুন্ন করতে চাইছে, তারা মূলত অসত্য তথ্য প্রচার করছে। বরং আমি প্রশাসনকে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।'

এদিকে লাউর ফতেপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলা যায়নি।

নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার আজ বুধবার দুপুরে উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারজনের দুজনকে ১৫ দিন ও অপর দুজনকে এক মাস করে জেল দেয়া হয়েছে। এদেরকে আজ বুধবার চালান করা হয়েছে। পাশাপাশি ব্রাম্যমান আদালতের নির্দেশে চারটি ড্রেজার ও দুটি ভেকু মেশিন ও সরঞ্জামাদি জব্দ করে থানায় রাখা হয়েছে।'

(জিডি/এসপি/মে ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test