E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে ঝড়ের কবলে পড়ে সিএনজি চালকের মৃত্যু 

২০২৩ মে ২৩ ২০:২০:২০
নবীনগরে ঝড়ের কবলে পড়ে সিএনজি চালকের মৃত্যু 

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ-কুমিল্লা সড়কের কোনাঘাট মোড়ে আজ মঙ্গলবার দুপুরে ঝড়ের কবলে পড়ে আলী আহম্মদ (৩০) নামে সিএনজি চালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আলী আহম্মদ উপজেলার বড়িকান্দির ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে এগারটার দিকে চালক আলী আহাম্মদ তার যাত্রীবাহী সিএনজি চালিত অটোতে করে তিনজন যাত্রী নিয়ে নবীনগর বাসস্ট্যান্ড থেকে সলিমগঞ্জের দিকে যাচ্ছিলেন। কিন্তু পথে প্রচন্ড ঝড় শুরু হলে চালক কোনঘাট মোড়ে একটি জাম গাছের নিচে আশ্রয় নেয়। এসময় প্রচন্ড ঝড়ে জাম গাছটি সিএনজি অটোরিকশার উপর আছড়ে পড়ে। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। হয়। পরে তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। পরে আহত যাত্রীদের কুমিল্লায় প্রেরণ করা হয়।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে ইতিমধ্যে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'

(জিডি/এসপি/মে ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test