E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

২০২৩ মে ২৮ ১৭:৫৪:১৫
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

শ্রীনগর প্রতিনিধি : বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের দুই নারীসহ ৪ জন আহত হয়েছে। 

আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সেনানিবাস সংলগ্ন ওয়েট স্কেল টোলের সামনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাঙ্গার নাজিরপুরের মজিবর মাতবরের স্ত্রী জাহানারা বেগম (৬০), শরীয়তপুরের কদম আলীর স্ত্রী ফুলমালা বেগম (৫৫) সহ আহত ৪ যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্থানীয়রা জানায়, দোগাছি এলাকায় মহাসড়কে ওয়েট স্কেল টোলের সামনে মাওয়াগামী একটি কাভার্ড ভ্যানের পিছনে ইলিশ পরিবহণের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১৪ ৯৩১৯) সজোরে ধাক্কা দিলে বাসের দুই নারী যাত্রীসহ ৪ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় বাসটির সামনের দিকটা দুমড়ে মুচড়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২ নারীর অবস্থা গুরুতর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকা জানান, গুরুতর দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে (নিটোর) রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(এএম/এসপি/মে ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test