E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরনদীর দুই বোনের কৃতিত্ব অর্জন

২০২৩ মে ২৮ ১৮:৫৯:৩৩
গৌরনদীর দুই বোনের কৃতিত্ব অর্জন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতীয় শিক্ষা ২০২৩ উপলক্ষে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগীতায় বরিশালের গৌরনদীর প্রনামি পোদ্দার ও তার ছোট বোন প্রিয়ন্তি পোদ্দার বরিশাল বিভাগীয় পর্যায়ে উচাঙ্গসংগীতে কৃতিত্ব অর্জন করেছে।

উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে প্রথমে উপজেলা পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগীতায় প্রনামি পোদ্দার খ গ্রুপে ও প্রিয়ন্তি পোদ্দার ক গ্রুপে প্রথমস্থান লাভ করে। পরবর্তীতে শনিবার বরিশাল বিভাগীয় পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগিতায় প্রনামি পোদ্দার প্রথম স্থান ও প্রিয়ন্তি পোদ্দার দ্বিতীয় স্থান অর্জন করে। শেষে বিজয়ী হিসেবে স্বীকৃতি হিসেবে সনদ প্রদান করেন বিভাগীয় জাতীয় শিক্ষা ২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল বরিশালের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, কৃতিত্ব অর্জনকারী প্রনামি পোদ্দার ও প্রিয়ন্তি পোদ্দার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের সন্তান।

(টিবি/এসপি/মে ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test