E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪ জুন চিলাহাটি-ঢাকা রুটে আরেকটি ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৩ মে ২৯ ১৮:৫৮:৪৬
৪ জুন চিলাহাটি-ঢাকা রুটে আরেকটি ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : রাজধানী ঢাকা থেকে নীলফামারী রুটে আগামী ০৪ জুন থেকে দ্বিতীয় ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

আজ সোমবার রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ০৪ জুন প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। একই দিনে তিনি নামকরণ নির্ধারণ করবেন। ইতোমধ্যে ৩৮৩ কিলোমিটার দূরত্বের এ রেল রুটে ট্রায়ালও শেষ করেছে রেলওয়ে। নতুন ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ৮ টায়। আর চিলাহাটি পৌঁছবে সকাল সোয়া ৬টায়।

অন্যদিকে, চিলাহাটি থেকে ছাড়বে সকাল সোয়া ৭টায়। আর ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিনই এ রুটে ট্রেনটি চলাচল করবে। ট্রেনটির নাম হিসেবে নীলসাগর দিবা এক্সপ্রেস, নীলকুঠি এক্সপ্রেসসহ একাধিক নাম প্রস্তাব করা হয়েছে। নীলকুঠি নামকরণ নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি জানান হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রস্তাবনার কথা জানাচ্ছে অনেকেই। ইংরেজ আমলে নীলকুঠি ছিল এ অঞ্চলের কৃষকদের নীল চাষে বাধ্য করতে নীলকুঠি নামক টর্চার সেলে নেওয়া হতো। শোষণ নির্যাতনের প্রতীক নীলকুঠি। তাই এ নামটি বাদ দিয়ে এ অঞ্চলের মানুষের গৌরবগাঁথার সাথে মানানসই একটি নামে নামকরণের দাবি জোড়ালো হচ্ছে।

নীলফামারী জেলার সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত চলাচল করবে ট্রেনটি।

এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে। এটি চলাচলের পর থেকে দারিদ্র পীড়িত জেলাটির মানুষের জন্য আর্থ-সামাজিক সম্ভাবনার সৃষ্টি হয়। এরপর রেলপথ সংস্কার করে ডুয়েলগেজ করার পর ওই ট্রেনটির গন্তব্য করা হয় নীলফামারী থেকে বাড়িয়ে চিলাহাটি পর্যন্ত।

জানা যায়, নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের একাধিক রুটে একাধিক ট্রেন চালু করা হয়। কিন্তু ঢাকা-চিলাহাটি রুটে একটিমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। এ রুটে যাত্রীদের চাপের কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

(ওকে/এসপি/মে ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test