E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জ বজ্রপাতে নিহত ক্রিকেটারের পরিবারকে জেলা প্রশাসনের ২৫ হাজার টাকা অনুদান 

২০২৩ জুন ০২ ১৫:৩৩:৪৯
গোপালগঞ্জ বজ্রপাতে নিহত ক্রিকেটারের পরিবারকে জেলা প্রশাসনের ২৫ হাজার টাকা অনুদান 

গোপালগঞ্জ প্রতিনিধি : মাঠে বজ্রপাতে নিহত ক্রিকেটার  তামজিদ আহমেদের পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

আজ শুক্রবার নিহত ক্রিকেটারের চাচা নুরুজ্জামানের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আশ্রাফুল হক সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার (৩১ মে)দুপুরে গোপালগঞ্জ শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে ক্রিকেটার তামজিদ আহমেদে (১৯) মাঠেই প্রাণ হারান। ওই ক্রিকেটার ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়াড়। তামজিদ আহমেদ টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকলা গ্রামের ইমাম আলির ছেলে। সে ঢাকায় থেকে ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির নিয়মিত খেলোয়াড় হিসাবে খেলে আসছিল।

বুধবার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাতে সে মাঠে লুটিয়ে পড়ে ।তার গায়ের জার্সি পুড়ে যায়। তাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওই টিমের সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের প্রীতি ম্যাচের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সাথে ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল।দুপুর দেড় টার দিকে বজ্রপাতে ওই ক্রিকেটার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অপ্রত্যাশিত এই ঘটনায় আমরা দুঃখ ও গভীর শোক প্রকাশ করছি ।নিহত ক্রিকেটারের রুহের মাগফিরাত কামনা করছি। দাফন সহ অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য তার পরিবারকে আমরা ২৫ হাজার টাকার অনুদান দিয়েছি।

(টিবি/এসপি/জুন ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test