E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘দেশে প্রচুর ফসল ফলেছে, প্রয়োজন মিটিয়ে রপ্তানির সম্ভাবনা দেখছি’

২০২৩ জুন ০৩ ১৯:১২:৩৭
‘দেশে প্রচুর ফসল ফলেছে, প্রয়োজন মিটিয়ে রপ্তানির সম্ভাবনা দেখছি’

আদমদীঘি প্রতিনিধি : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে প্রচুর ফসল ফলেছে। বিদেশ থেকে খাদ্য আমদানির প্রয়োজন হবেনা। প্রয়োজন মিটিয়ে আমরা বিদেশে রপ্তানির সম্ভাবনা দেখছি। 

আজ শনিবার বিকেল ৪ টায় বগুড়ার আদমদীঘির সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদাম সংরক্ষণাগার (সিএসডি) ব্যাবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছে। চালের দাম ৪৪ টাকা করেছে। প্রতি বিঘায় এবার ২০-৩০ মন ফসল ফলেছে। সার বিদ্যুতের দাম বাড়ার পরও কৃষক লাভবান হয়েছে। এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি।

এরপর রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সান্তাহার সিএসডি'র ব্যবস্থাপক হারুন-উর-রশিদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দীনেশ সরকার, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা প্রমূখ।


(এস/এসপি/জুন ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test