E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মাদ্রাসা অধ্যক্ষের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২০১৪ অক্টোবর ২৭ ১৭:৫৮:০৫
নওগাঁয় মাদ্রাসা অধ্যক্ষের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে নওগাঁর মান্দা উপজেলার জামদই গতিউল্লা আলিম মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ ইলিয়াস আলীকে গ্রেফতারের দাবিতে সোমবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় ওই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে নেতৃত্ব দেন ওই মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম। এ সময় তারা অধ্যক্ষ ইলিয়াস আলীকে দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, বিগত ২০১২ সালে পার্শ্ববর্তি জয়পুরহাট জেলার গাজলী বেগম নামে এক মহিলার সঙ্গে মোবাইল ফোনে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে অধ্যক্ষ ইলিয়াস। এর সুযোগ নিয়ে ইলিয়াস ওই মহিলার বাড়িতে বেড়াতে গিয়ে গাজলীর বোনের সাড়ে ১১ বছর বয়সী মেয়েকে যৌন নির্যাতন করে। ঘটনার পর ২১ অক্টোবর ২০১২ তারিখে গাজলী বেগম বাদি হয়ে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে পিটিশন মামলা (৮৭/১২) দায়ের করেন।

গত ১১ আগষ্ট ২০১৪ তারিখে জয়পুরহাট নারী-শিশু নির্যাতন বিশেষ ট্যাইবুনালে মামলাটি (৫৮/১৪) পূর্ণরূপ পায়। অন্যদিকে মাদ্রাসা ফান্ডে জমাকৃত অর্থ, নিয়োগ বাণিজ্য, শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল দেয়ার নামে উৎকোচ গ্রহন, কাবিখা, মাদ্রাসার সম্পত্তি লীজ দিয়ে সর্বমোট ২৩ লাখ টাকা আত্মসাৎ করে। ঘন্টাব্যাপী চলা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব শহীদ আলী সরকার, মো. আব্দুস সালাম, ওই মাদ্রাসার প্রভাষক লুৎফর রহমান, মো. ফজলুল হক ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল। এ সময় সচেতন এলাকাবাসী শিক্ষক, শিক্ষার্থী অংশ নেন।

(বিএম/এএস/অক্টোবর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test