E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

২০২৩ জুন ০৪ ১৯:১৪:১৪
সাতক্ষীরায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকার সহযোগিতায় আজ রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে উক্ত মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। 

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন'র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, আশাশুনী সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। অন্যান্যদের মধ্যে সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, এন ডি সি বাপ্পি দত্ত রনিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দিন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় বলেন, কৃষি কাজে বিজ্ঞান ব্যবহার বৃদ্ধি করতে হবে। খাবার পানির অপচয় রোধ করতে হবে। এসময় তিনি নতুন নতুন কৃষি প্রযুক্তি আবিষ্কার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে বেশি বেশি বিজ্ঞানের প্রযুক্তি শেখাতে হবে, তাহলে বিশ্বের কাছে মাথা তুলে দাড়ানো সম্ভব হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আরো মনোযোগ দিতে হবে।

(আরকে/এসপি/জুন ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test