E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতামূলক কর্মসূচি

২০২৩ জুন ০৬ ১৮:২৩:০২
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতামূলক কর্মসূচি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বিশ্ব পরিবেশ দিবসে পঞ্চগড় সচেতন ছাত্র সমাজের ব্যানারে দিনব্যাপী 'সবুজ সপ্তাহ' পালন করা হয়েছে। সপ্তাহের প্রথম দিন ৫ জুন সোমবার বিভিন্ন স্কুলে কলেজের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, পলিথিন বর্জন, বায়ু, পানি এবং শব্দদূষণ প্রতিরোধে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় কর্মসূচি পালনের আহব্বান জানিয়ে  সচেতনামূলক প্রচারণা চালানো হয়। 

জাবাল-ই- নূর জুবায়ের ও শাদমান ফিদা অয়নের নেতৃত্ব এই সচেতনতামূলক কর্মকান্ড পরিচালিত হয়।তাদের এই কর্মসূচিতে স্বতস্ফূর্ত উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও নাট্যকার রহিম আব্দুর রহিম, লেখক ও শিক্ষক মো. শহীদুল ইসলাম, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বি পি) সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো জোবায়ের ইসলাম, পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটার ও ষড়ঋতু সাহিত্য একাডেমি জগদল পঞ্চগড়ের শিশু কিশোররা। ৫ জুন "বিশ্ব পরিবেশ দিবস" উপলক্ষ্য বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচি "Green week(সবুজ সপ্তাহ)"এর বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে, এই সংগঠন এধরণের আয়োজনে করে।

অপর দিকে 'মানবতার পঞ্চগড়' নামের একটি সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বৃক্ষরোপণ করেছে। কিশোর নূর আমিন ও আবু সাঈদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়েছে।পরে তারা জালাসী ও চানপাড়া গ্রামের মহিলাদের নিয়ে পরিবেশ বিষয়ক উঠোন বৈঠকে মিলিত হোন।

(এআর/এসপি/জুন ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test