E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে লোহার চুরির অভিযোগে ৪ যুবক আটক

২০২৩ জুন ১০ ১৩:৫৫:৩৮
রূপপুর বিদ্যুৎ প্রকল্পে লোহার চুরির অভিযোগে ৪ যুবক আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে ব্যবহৃত লোহা ও যন্ত্রাংশ চুরির অভিযোগে  চার যুবককে আটক করেছে সেনা সদস্যরা।  বৃহস্পতিবার গভীর রাতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরির সময় কর্তব্যরত সেনা সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের শিপন প্রামানিকের ছেলে তামিম ইসলাম (১৮), মৃত সেন্টু প্রামানিকের ছেলে রায়হান (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) ও চর রূপপুর বিশ্বাস পাড়ার লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (১৮)।

পুলিশ জানায়, লোহা চুরির উদ্দেশ্যে ৭-৮ জন যুবক নদী পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। তারা লোহার চুরির সময় নিরাপত্তার দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা চার যুবককে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পরে শুক্রবার (৮ জুন) তাদের রূপপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান পারভেজ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বেও এ যুবকরা চুরির ঘটনায় সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

(এসকেকে/এএস/জুন ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test