E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজ জেলাতেই এক যুগ!  

২০২৩ জুন ১১ ১৬:৪৭:২৯
পঞ্চগড় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজ জেলাতেই এক যুগ!  

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আওলাদ হোসেন দীর্ঘ প্রায় একযুগের বেশী সময় ধরে নিজ জেলা সদরে কর্মরত রয়েছে। উপজেলা যুব কর্মকর্তা মো.আওলাদ হোসেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাসিন্দা, বসবাস করে শহরের ধাক্কা-মারার নিজ বাড়িতে, উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে তার বাসা মাত্র আধা কিলোমিটার দূরে। প্রায় সময়ই তাকে তার অফিসে পাওয়া যায় না। তিনি  দীর্ঘদিন যাবৎ নিজ জেলায় কর্মরত থাকার সুবাধে সর্বত্র তার ব্যাপক প্রভাব রয়েছে।

উপজেলার অনেক অধস্তন কর্মকর্তা তার সামনে অসহায়, সিনিয়ররাও তাকে প্রচন্ড ভয় পায়। তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বললেই হুক্কার ছাড়ে 'আমি ছাত্রলীগ করে এসেছি, আমি উড়ে আসেনি, বাড়াবাড়ি করলে খবর আছে।' যার চাকুরি জীবনের অনেক অনিয়মের তথ্যাদি সাংবাদিকের হাতে এসে পৌঁছেছে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, তাদের বিষয়টি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক দেখেন, একস্থানে দীর্ঘদিন অবস্থানের বিষয়টি হয়ত তাদের নজরে আসেনি।

এ বিষয়ে পঞ্চগড় জেলা যুব উন্নয়ন কর্মকর্তা (উপ-পরিচালক) মো. মকছুদুল কবীর বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা দীর্ঘদিন একস্থানে থাকার কথা নয়, নিজ জেলা শহরে একেবারেই নয়। তবে কে কিভাবে আছেন, তা সংশ্লিষ্ট ব্যক্তিই ভালো বলতে পারবেন।’

সদর উপজেলা সংশ্লিষ্ট যুব উন্নয়ন কর্মকর্তা মো.আওলাদ হোসেনের সাথে সেলফোনে কথা হলে তিনি বলেন, ‘মিয়া যা পারো করো।’

(এআর/এসপি/জুন ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test