E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে সকলে একসাথে মিলেমিশে বসবাস করছি : আব্দুর রহমান

২০২৩ জুন ১৪ ১৬:১১:৪৬
দেশে সকলে একসাথে মিলেমিশে বসবাস করছি : আব্দুর রহমান

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সনাতনী ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে বলেছেন, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আর মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একসাথে মিলে মিশে বসবাস করছি। সেটা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার আছে বলেই সম্ভব হয়েছে। যেখানে নেই কোন বিভেদ, নেই কোন হাঙ্গামা। এ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছে। এটাই আমাদের স্বার্থকতা যে সকল ধর্মের মানুষই আমরা যেকোন উৎসব ভাগাভাগি করে পালন করে থাকি। 

তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রেই অনেক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। সেজন্যই আপনাদের সজাগ থাকতে হবে। আগামীতে শেখ হাসিমার সরকারকে ম্যান্ডেট দিয়ে আপনাদের ক্ষমতায় আনতে হবে। আর আমি যদি প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি তাহলে এ এলাকায় আরো উন্নয়ন হবে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম-আমগ্রাম আখড়া বাড়িতে ৩২ প্রহরব্যাপী (৪দিন) নামযজ্ঞ অনুষ্ঠানে কথাগুলো বলেন আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য বিমান রায়, জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী নির্বাহী সদস্য আলী আকবর, পলাশ সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান, জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, বোয়ালমারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।

এ সময় বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলাসহ দূরদূরান্ত থেকে আসা শতশত সনাতনী ধর্মাবলম্বী ভক্তবৃন্দের আগমন ঘটে।

(কেএফ/এসপি/জুন ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test