E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম এ জলিলকে দুদকে তলব

২০২৩ জুন ১৪ ১৯:১৭:৪২
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম এ জলিলকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের কোতয়ালী থানার ওসি এম এ জলিলকে অবৈধ সম্পদ অর্জন, অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাত ও সেবাগ্রহীতাদের সাথে অসদাচরণের অভিযোগে ১৪ জুন জিঙ্গাসাবাদ করেছে দুদক।

শহরের ঝিলটুলিস্থ ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে তাকে তলব করে জিঙ্গাসাবাদ করা হয়। প্রায় আড়াইঘন্টা যাবৎ তাকে জিঙ্গাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক।

ওসিকে জিঙ্গাসাবাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করে দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর এর উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলের বিরুদ্ধে কোতয়ালী থানা সংলগ্ন দক্ষিন পাশের পুলিশ স্কয়ার মার্কেট নির্মাণের সময় দুর্নীতি, অর্থ আত্মসাত ও জালিয়াতি আশ্রয়ের অভিযোগ ও তার ব্যাক্তিগত অবৈধ সম্পদ অর্জনের অভিাযোগের বিষয়ে তাকে জিঙ্গাসাবাদ করতে তাকে ডাকা হয়েছিল। আমরা ওসির অভিযোগগুলো তদন্ত করে দেখছি। এজন্য তদন্তের সার্থে বিস্তারিত বলতে পারছি না।

ওসির বিরুদ্ধে এছাড়াও সেবাগ্রহীতাদের সাথে অসদাচরণ, থানায় ঘুষ গ্রহনসহ এরকম অপরাধের সব রকম অভিযোগ আমাদের কাছে। আমরা সব অভিযোগ তদন্ত করছি।

দুদকে তলবের বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়গুলো অস্বীকার করেন। তিনি বলেন- পুলিশ স্কয়ার মার্কেটের বিষয়ে আমাকে ডেকেছিলো।

অভিযোগের বিষয় ছিলো- মার্কেট নিয়ে অনেক টাকা আত্মসাৎ হয়েছে কিন্তু মার্কেটতো সাবেক এসপি আলিমুজ্জান এর আমলে হয়েছে । এখানে এক টাকাও এদিক-সেদিক হয়নি। ব্যাক্তিগত সম্পদ অর্জন বা তার বিরুদ্ধে আনীত অন্যান্য অভিযোগগুলো বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।

(ডিসি/এসপি/জুন ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test