E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

২০২৩ জুন ১৭ ১৩:০১:৫৫
সাংবাদিক নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের মূলহোতা মাহামুদুল আলম বাবুকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা গ্রাম থেকে গ্রেফতার করেছে রেপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।  

আজ শনিবার ভোরে ঢাকা থেকে আগত একটি রেবের টীম তাকে গ্রেফতার করেছে বলে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা (পিপিএম) নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চরতিস্তা গ্রামের বাসিন্দা, চিলাহাটি ইউনিয়নের ৩ নং ওর্য়াডের ইউপি সদস্য মো লুৎফর রহমান বলেন, ‘চরতিস্তা গ্রামের মমতাজ আলীর বাড়ি থেকে মাহমুদুল আলম বাবুকে রেব গ্রেফতার করেছে।জেনেছি, মাহমুদুল আলম বাবু ও মমতাজ আলী এরা সম্পর্কে চাচা-ভাতিজা।’

এর আগে ১৬ জুনে আরও হত্যাকান্ডে জড়িত আরও ৬ জনকে বকশীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়, গ্রেফতার হওয়া মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

নিহত সাংবাদিক নাদিম ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ও বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন, সাংবাদিক নাদিম গত ১৪জুন সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন ময়মনসিংহ হাসপাতালে তিনি মারা যান। তার হত্যাকান্ডের বিচার চেয়ে সারাদেশের সাংবাদিকরা প্রতিবাদ, বিক্ষোভে সোচ্চার হয়ে উঠেন।

(এআর/এএস/জুন ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test