E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় দেবনাথ শ্মশান মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০২৩ জুন ১৭ ১৭:৪৬:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দেবনাথ শ্মশান মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডায় অবস্থিত দেবনাথ শ্মশান মন্দিরের শ্রী শ্রী মহাদেব বিগ্রহের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। তবে ২৭০ বছরের প্রাচীন এই শ্মশানটিতে এই প্রথম কোন সংসদ সদস্য পদার্পণ করলেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এ উপলক্ষে মন্দিরে দিনভর পূজা অর্জনা, গঙ্গা স্নান, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা ও হরিনাম সযকীতনের আয়োজন করা হয়।

সকাল সাড়ে দশটায় শ্মশান মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রআম উবায়দুল মোকতাদির চৌধুরী।

মেড্ডা দেবনাথ শ্মশান পরিচালনা কমিটির সভাপতি, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি শেখ মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবিল বারী মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট মাহাবুবুল আলম খোকন, জেলা নাথ সমিতির উপদেষ্টা, বিশিষ্ট চিকিৎসক ডা. জয় চন্দ্র দেবনাথ, স্থানীয় পৌর কাউন্সিলর শেখ মহসিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্দ্যেশ্যে মানপত্র পাঠ করেন বিশিষ্ট চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শুভ্রা দেবনাথ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেড্ডা দেবনাথ শ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দেবনাথ। শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দেবনাথ ও এডভোকেট সুভাষ দেবনাথ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবীনগর নাথ সমিতির উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত সকল অতিথিকে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ রবিউল মোকতাদির চৌধুরী তাঁর বক্তব্যে ২৭০ বছর আগে প্রতিষ্ঠিত প্রাচীন এই দেবনাথ শ্মশানটিতে প্রথমবারের মতো আসতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রাচীন এই শ্মশানটির উন্নয়নে যা যা করার দরকার তিন তার সবই করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় বক্তারা শ্মশ্নান সংলগ্ন পরিত্যাক্ত লাশ কাটা ঘরের সরকারি জায়গাটি শ্মশানের নামে লিজ দেয়ার জন্য সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় সাংসদ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আয়োজকদেরকে আশ্বস্থ করেন।

প্রসঙ্গত, ২৭০ বছর আগে প্রতিষ্ঠিত মেড্ডা দেবনাথ শ্মশান মন্দিরে এই প্রথম কোন সংসদ সদস্য প্রথম পদার্পণ করায় স্থানীয় দেবনাথ সম্প্রদায়ের শত শত লোকজনের মাঝে আনন্দ বিরাজ করছিলো।
অনুষ্ঠান শেষে উপস্থিত পূজার্থী ও ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।

(জিডি/এসপি/জুন ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test