E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোর সড়ক দুর্ঘটনা : ভাতার আওতায় আসছে নিহত-আহত

২০১৪ অক্টোবর ২৮ ১৬:৩৫:৫৩
নাটোর সড়ক দুর্ঘটনা : ভাতার আওতায় আসছে নিহত-আহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে দেশের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার বিভিন্ন ভাতার আওতায় আনা হচ্ছে। সহযোগিতায় ক্ষেত্র মোতাবেক বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও ভিজিডি ভাতার আওতায় এনে স্থায়ী সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরেন এবং দুর্ঘটনায় হতাহতদের বিভিন্ন ভাতার আওতায় আনার প্রস্তাব উপস্থাপন করেন। পরে সভায় উপস্থিত সদস্যরা তাঁর এই প্রস্তাবকে সকলেই অভিবাদন জানিয়ে ভাতা প্রদানের সিদ্ধান্তে গ্রহণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস দুর্ঘটনার ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ৩৪ জন যাত্রী নিহত এবং প্রায় ৬৭ জন যাত্রী আহত হয়েছে। নিহতদের প্রত্যেকটি পরিবারকে ঘটনার চার দিনের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিজ হাতে নিহতদের পরিবারের প্রতিনিধির হাতে গত শুক্রবার ওই টাকার চেক তুলে দেন। যা সড়ক দূর্ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে বিরল ও প্রথম ঘটনা বলে মনে করেন তারা। অপরদিকে সড়ক দুর্ঘটনায় আহতদের সরকারি খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হবে।

এতে তাদেরকে কর্মক্ষম হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবার শারিরীক, আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে এসব ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন। তাই তাদের সহযোগীতায় ক্ষেত্র মোতাবেক বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও ভিজিডি ভাতার আওতায় এনে স্থায়ী সহযোগিতা করা প্রয়োজন। তার প্রস্তাবে উপস্থিত সকলেই সম্মতি জানিয়ে শ্রেণী মোতাবেক ভাতার আওতার আনার সিদ্ধান্ত গ্রহণ করেন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, ইউপি চেয়াম্যান মমিন আলী, খোকন মোল্লা, রাসেদুল ইসলাম, এসএম শামসুজ্জোহা, আনিসুর রহমান, সিদ্দিকুর রহমান, চাঁদ মাহমুদ, সাংবাদিক আশরাফুল ইসলাম, উপজেলার সকল দপ্তর প্রধান।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর সোমবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম রেজুর মোড় এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন যাত্রী নিহত অন্তত ৪৩ জন যাত্রী মারাত্মক আহত হয়। এরমধ্যে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা ১২ জন, গুরুদাসপুর উপজেলার ২২ জন, চুয়াডাঙ্গার একজন ও ফেনী জেলার একজন নিহত হয়। ওই ঘর্টনায় গুরুতর আহত হয় ৪৩ জন এবং অপেক্ষাকৃত কম আহত হয় আরো ২৪ জন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি মাত্র ৬০ ঘন্টায় তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। অপরদিকে দুর্ঘটনায় দায়ী তিনটি বাস মালিক ও চালকের নামে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। তবে এ পর্যন্ত অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

(এমআর/এএস/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test