E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নবীনগর পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২৩ জুন ২০ ১৭:২৬:৩৯
নবীনগর পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস তাঁর কার্যালয়ে এক সুধী সমাবেশে সর্বমোট ৮১ কোটি ১৬ লাখ টাকার এই বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ৮১ কোটি ১৬ লাখ ধরা হয়েছে। এরমধ্যে রাজস্ব খাতে ৭ কোটি ১৮ লাখ এবং উন্নয়ন খাতে ৭৩ কোটি ৯৭ লাখ টাকা আয় দেখানো হয়েছে।

অন্যদিকে রাজস্ব খাতে ৬ কোটি ৫৫ লাখ এবং উন্নয়ন খাতে ৭৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যায় ধরা হয়েছে। তবে এই বাজেটে উদ্বৃত্ত ৬৩ লাখ ৩৯ হাজার টাকা দেখানো হয়েছে।

এদিকে প্রস্তাবিত বাজেটে পৌর ভবন নির্মাণ, শিশু পার্ক নির্মাণ, পৌর অডিটরিয়াম নির্মাণ, কসাইখানা নির্মাণ, সোলার স্ট্রীট লাইট স্থাপন, রাস্তা, ড্রেইন, ব্রীজ কালভার্ট নির্মাণসহ কবরস্থান ও শ্মশান উন্নয়নের পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশনসহ বিভিন্ন খাতে সুনির্দিষ্টভাবে উন্নয়ন ব্যায় ধরা হয়েছে।

বাজেট আলোচনায় অংশ নিয়ে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, নির্বাহী কর্মকর্তা (সচিব) বেলজুর রহমান খান, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, জালাল উদ্দিন মনির, শাহীন রেজা টিটু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক জিএস খাইরুল আমীন, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, সংবাদ ও নাট্যকর্মী নাছির চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সময় অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর আবু ছায়েদ, আবু তাহের, আবু হানিফ, যদুনাথ ঋষি, গণি চাঁন মকসুদ, শ্যামল মিয়া, আইরিন আক্তার, রেহেনা বেগম মেয়রের পাশে উপস্থিত ছিলেন।
বক্তারা পৌর এলাকার ভয়ানক যানজট সমস্যা, তিতাস পাড়কে ময়লা আবর্জনা মুক্ত রাখা, পৌর এলাকায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও মহর্ষি মনোমোহনের আবক্ষ মূর্তি স্থাপন সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবিসমূহ তুলে ধরেন।

পাশাপাশি স্বাধীনতার ৫২ বছর পর নবীনগর সদরে তিতাস নদীর পাড়ে অবস্থিত হিন্দু সম্প্রদায়ে কেন্দ্রীয় মহা শ্মশানঘাটে অর্যাধ কোটি টাকা ব্যায়ে যাতায়াতের সড়কটি নির্মাণ, পৌর এলাকায় ব্যায়বহুল অসংখ্য স্ট্রীটলাইট স্থাপন, দ্রুত সময়ের মধ্যে পৌর এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কারসহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায়, মেয়রের ভূয়সী প্রশংসা করেন।

পরে মেয়র এডভোকেট শিব শংকর দাস তাঁর বক্তব্যে উপস্থিত বক্তাদের উল্লেখ করা বিভিন্ন সমস্যার সমাধানে পৌরসভার পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উপস্থিত সবাইকে আশ্বস্থ করেন।

(জিডি/এসপি/জুন ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test