E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অবশেষে নবীনগরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা!

২০২৩ জুন ২৪ ১৯:২৮:৫৭
অবশেষে নবীনগরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা!

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের 'আহবায়ক' কমিটি অবশেষে বিলুপ্ত করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক চিঠিতে (প্যাডে) এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের ওই প্যাডে জানানো হয়, জেলা ছাত্রলীগের জরুরী এক সিদ্ধান্ত মোতাবেক নবীনগর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির মেয়াদ বহু আগেই উত্তীর্ণ হয়ে যাওয়ায়, দুটি কমিটি আজ (২৪ জুন) বিলুপ্ত ঘোষণা করা হলো।

পাশাপাশি নবীনগরে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা আনয়নের জন্য আগামি ৭ কর্ম দিবসের মধ্যে উপজেলা, পৌর ও নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পরবর্তী সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রার্থীদেরকে তাদের স্ব স্ব জীবন বৃত্তান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেয়ার জন্যও নির্দেশ দেয়া হলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন আজ দুপুরে বলেন,'২০২২ সালের গোড়ার দিকে তিন মাসের জন্য নবীনগরে উপজেলা ও পৌর ছাত্রলীগের দুটি আহবায়ক কমিটি আমরা ঘোষণা করেছিলাম। কিন্তু এক বছর পরও গঠিত দুটি কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তাই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায়, জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্তে দুটি কমিটিই আজ বিলুপ্ত করা হয়েছে।'

এ বিষয়ে বিলুপ্ত কমিটির নবীনগর উপজেলা ছাত্রলীগের বিদায়ী আহবায়ক আবু সাঈদ বলেন,'জেলার অন্যান্য একাধিক উপজেলায় ২০১৮ সালের কমিটিও মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে আছে। এসবের দিকে জেলা নেতৃবৃন্দের কারও নজর নেই। মূলত: কেন্দ্রীয় ছাত্রলীগের জনৈক মুন্সি নামের সাবেক এক কেন্দ্র মোীয় নেতা মোটা অংকের টাকার বিনিময়ে জেলা কমিটিকে ভায়েস্ট করে আমাদের নবীনগরের কমিটিকে বিলুপ্ত করিয়েছে। যা খুবই দু:খজনক।'

তবে এমন অভিযোগ বিষয়ে জেলার নেতা শাহাদাৎ হোসেন শোভন বলেন,'এসব অভিযোগ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। আর মেয়াদ উত্তীর্ণ কমিটি কোন কোন থানায় আছে, তার সব তথ্যই আমাদের কাছে আছে।'

প্রসংগত, ২০২২ সালের ২৬ মার্চ তিন মাসের জন্য নবীনগর উপজেলা ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

(জিডেএ/এএস/জুন ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test