E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানবজমিন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

২০২৩ জুন ২৪ ২০:৩১:৪২
মানবজমিন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : মানবজমিন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন শনিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের এডভোকেট শামসুদ্দিন মোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উক্ত সংবাদের প্রতিবাদে লিখিত বক্তব্য পাঠ করেন গোলাম মোহম্মদ নাছির, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখা, সভাপতি, জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখা, সাধারণ সম্পাদক, ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়ন (বি/রেজিঃ ১০৫৫) ও নির্বাচিত কাউন্সিলার ১২ নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা।তিনি তার প্রতিবাদ লিপিতে বলেন

আজ ২৪ জুন শনিবার "দৈনিক মানব জমিন পত্রিকার ১ম পাতা ফরিদপুরের কে এই নাছির কুলি থেকে শত কোটি টাকার মালিক, যা অসত্য উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হইয়াছে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। আমি পারিবারিক ভাবে নগরকান্দার মিয়া বাড়ী মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের একজন সন্তান। আমার বড় ভাই শফিউল আলম ভুলু ফরিদপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং বর্তমানে জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও আরেক ভাই মরহুম সৈয়দুল আলম তপন বাংলাদেশ জাতীয় ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন ও বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

আমার বড় বোন মাহামুদা বেগম বর্তমানে ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি। আমাদের পরিবারের সকল ভাই বোন তৃনমূল পর্যায় থেকে ছাত্রলীগ, যুবলীগ করে বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী এবং মাননীয় প্রধান মন্ত্রী। জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে আস্থাশীল হয়ে বিগত সকল নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের পক্ষে কাজ করেছি।

আমি সাবেক শ্রমিক নেতা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম হাসিবুল হাসান লাভলুর নেতৃত্বে শ্রমীক রাজনীতির সাথে জড়িত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ বাস্তবায়নের লক্ষে ফরিদপুরে শ্রমীকদের স্বার্থে কাজ শুরু করি। দলের দূর্দিনে ফরিদপুরের সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আমি রাজপথে লড়াই সংগ্রাম করি। একপর্যায়ে এই রাজনীতি করতে গিয়ে তৎকালীন জামাত-বি.এন.পি সরকারের রোষানলের স্বীকার হয়ে মিথ্যা মামলায় জেল খেটেছি। এরপর আমার দলের প্রতি নিষ্ঠা ও গ্রামের কারনে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য করা হইয়াছে। আমার পরিবার এলাকার ঐতিহ্যবাহী পরিবার এবং পারিবারিক ভাবে সকলেই স্বচ্ছল ও শিক্ষিত। আমি কখনোই কুলি ছিলাম না এবং কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলাম না। ফরিদপুরের কুখ্যাত সন্ত্রাসী মৃত: বাবু কসাই বা অন্য কোন সন্ত্রাসীদের সাথে আমার কোন সম্পর্ক ছিলো না। আমি সততা ও স্বাচ্ছতার সাথে সারাজীবন ধরে বঙ্গবন্ধু আদর্শের রাজনীতির চর্চা করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। যেহেতু আমি ফরিদপুর প্রেস কাবের একজন সদস্য এবং আমি মনে করি বিগত ফরিদপুর প্রেস ক্লাবের যে নির্বাচন হয়েছে সেখানে "দৈনিক মানব জমিন" পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাহাবুব হোসেন পিকুল সাধারণ সম্পাদক পদে নির্বাচনে পরাজয় বরণ করেন সেই কারণে আমাকে জড়িয়ে তিনি তার পত্রিকায় মিথ্যা ও অপপ্রচার মূলক সংবাদ প্রকাশ করেছেন।

আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার নামে মিথ্যা, অপপ্রচার ও উদ্দেশ্যে মূলক সংবাদ প্রচারের মাধ্যমে “দৈনিক মানব জমিন" পত্রিকার এই সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার এই অবস্থানের কথা ও প্রকৃত সত্য আপনাদের বিভিন্ন প্রত্রিকা ও গনমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করে বাধিত করিবেন।

(ডিসি/এএস/জুন ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test