E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইটনায় ৩২০টি কারেন্ট জালপুড়ালো ভ্রাম্যমান আদালত

২০১৪ অক্টোবর ২৮ ২৩:৫৯:২৫
ইটনায় ৩২০টি কারেন্ট জালপুড়ালো ভ্রাম্যমান আদালত

কিশোরগঞ্জ প্রতিনিধি : ইটনা উপজেলার সদর, এলংজুরি এবং বড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার পরিমাপের ৩২০টি নিষিদ্ধ কারেন্ট ও মশারি জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।

পরে উপজেলা পরিষদ চত্বরে এনে এগুলো পুড়িয়ে ফেলা হয়। গতকাল মঙ্গলবার সকালে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ্র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমান এ আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সামছু উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জামাল উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ, ইটনা থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স, রায়টুটী ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল কবির মনোয়ার হোসেন মিল্কী এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


(পিকেএস/এসসি/অক্টোবর২৮,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test