E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে ইলেকট্রনিক্স শোরুমে কর্মচারীকে বেঁধে ২০ লক্ষাধিক টাকার পণ্য লুট

২০২৩ জুলাই ০৫ ১৮:৩৬:৪৮
শিবচরে ইলেকট্রনিক্স শোরুমে কর্মচারীকে বেঁধে ২০ লক্ষাধিক টাকার পণ্য লুট

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর এলাকার পপুলার ট্রেড হাউজ নামের একটি ইলেকট্রনিক্স শোরুমের তালা বুধবার (৫ জুলাই) ভোর রাতে কৌশলে খুলে শোরুমে ঢুকে কর্মচারীকে বেধে ডাকাতদল ২০ লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স পণ্য লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে শিবচরের মাদবরচরে পপুলার ট্রেড হাউজ ইলেকট্রনিক্স শোরুমের তালা খুলে ৫/৬ জনের ডাকাতদল শোরুমে প্রবেশ করে।

এসময় ডাকাতদল শোরুমে ঢুকেই গোডাউনে ঘুমানো স্টাফ সাজ্জাদ মিয়ার হাত পা বেধে ফেলে মারধর করে। ডাকাতদল শোরুমের সামনের এক্সপ্রেস হাইওয়ের সার্ভিস লেনের দুটি পিকআপে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, ৪৫টি টিভি, ১০ টি ফ্রিজ, ১২টি গ্যাসের চুলা, ১০টি রাইস কুকার, ১৫টি প্রেসার কুকার, ১০টি ব্যালেন্ডার মেশিন, ২৫টি আয়রন মেশিন, ২টি পানির ফিল্টার, ২টি এয়ার কুলার, ৫টি ওয়াশিং মেশিন, ৪টি সাউন্ডবক্সসহ ২০ লাখ ৬ হাজার ৯শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির শেষ দিকে কৌশলে কর্মচারী সাজ্জাদ পায়ের বাধন খুলে পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে স্থানীয়দের ডাক দেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদল পিকআপ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার খবর শুনে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার এসআই নূর মোহাম্মদ বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতরা শোরুম থেকে বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্য নিয়ে গেছে।

(এএসএ/এসপি/জুলাই ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test