E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনদুপুরে বসত বাড়িতে মধ্যযুগীয় হামলা, নারী-শিশুসহ আহত ৫

২০২৩ জুলাই ১২ ১৬:৪০:৩৭
দিনদুপুরে বসত বাড়িতে মধ্যযুগীয় হামলা, নারী-শিশুসহ আহত ৫

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় দিন দুপুরে  জমি নিয়ে বিরোধের ফলে বসত বাড়িতে হামলা করেছে প্রতিবেশিরা। এ সময় বসত বাড়িতে ভাংচুর চালালে ঘরে থাকা নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে এ ঘটনায় পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে মামলা করে ভুক্তভোগী সরোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা যায়, বাদুরতলা গ্রামের আ. রাজ্জাকের সাথে জমি নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলছিল সরোয়ারের সঙ্গে। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার শালিসী বৈঠকও হয়েছিল। কিন্তু আ. রাজ্জাকরা বিরোধ মীমাংসায় রাজি না হয়ে উল্টো সরোয়ারকে বিভিন্ন মামলা হামলা হুমকি দিতে থাকে। পরে গত ২২ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাকসহ তার দলীয় লোকজন নিয়ে দিন দুপুরে সরোয়ারের বসত বাড়িতে হামলা করে করে। এ সময় ওই ঘরে থাকা নারী ও শিশুসহ ৫জন আহত হয়।পরে আহতদেরকে পাথরঘাটা উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

উক্ত মামলার বাদী সরোয়ার হোসেন বলেন, দিন দুপুরে আমাদের বসত ঘরে মধ্যযুগীয় কায়দায় হামলা চালায় রাজ্জাক বাহিনী। আমার ঘরবাড়ী ভাংচুর করে ও আমার পরিবারের সদস্যদের মারধর করে।আমরা ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতে মামলা করলে মামলাটি তদন্তের জন্য চেয়ারম্যানের ওপর দায়িত্ব দেয়া হয়। বর্তমানে মামলাটি চলমান আছে। যেখানে প্রকাশ্যে দিনদুপুরে বসত বাড়িতে হামলা করেছে সেখানে আমরা জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয় অভিযুক্ত আ. রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয় পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সরোয়ার বাদী হয়ে একটি মামলা দিলে ওই মামলাটি আদালত আমার ওপর তদন্তের নির্দেশ দেন। এছাড়াও ঘটনার দিন বিষয়টি শুনে আমি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে বিষয়টি স্থানীয়ভাবে ফয়সালার জন্য বলি। তবে দিনদুপুরে এ রকমের বসত বাড়িতে হামলা নিন্দনীয়।

(এটি/এসপি/জুলাই ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test